Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একাকী বিছানায় শুয়ে ঝুমা বৌদি, হইচই নেট দুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: মোনালিসা এখন ঝুমা বৌদি নামেই বহুল প্রচলিত। হইচই এর সকল দর্শক তাকে এককথায় এই নামেই চেনেন। এই সিরিজ তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা ও অভূতপূর্ব সাফল্য। হট ছবিতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: মোনালিসা এখন ঝুমা বৌদি নামেই বহুল প্রচলিত। হইচই এর সকল দর্শক তাকে এককথায় এই নামেই চেনেন। এই সিরিজ তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা ও অভূতপূর্ব সাফল্য। হট ছবিতে নেটদুনিয়া মাত করে রাখতে দ্বিধা করেন না তিনি। তার ছবিই হয়ে ওঠে ‘টক অফ দ্য টাউন’।

প্রতিটি উষদুষ্ণ ছবিতেই তার উপছে পড়া সৌন্দর্যের রূপের সঙ্গে স্বর্গের অপ্সরীদের তুলনা করা চলে, আর সেই রূপেরই দিওয়ানা হয়েছেন আজকের যুবকরা। শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয়, ভোজপুরি সিনেমাতেও তার খ্যাতি আকাশছোঁয়া। জনপ্রিয়তা জেরেই ‘নজর’ এর মতো হাই বাজেট মেগা সিরিয়ালের অফার পান তিনি। সিরিজটিও বেশ সফল হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নিজের গর্ভাবস্থার প্রথম ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক, দেখুন সেই ছবি

সদ্য মোনালিসা বেডরুম থেকে নিজের খাটে অগোছালো ভাবে শুয়ে পোস্ট করলেন একটি ছবি, ক্যাপশনে লেখা,  “একটা ভালো ম্যুড খানিকটা বেলুনের মতো হয়।” উষ্ণতায় ভরা সেই ছবি দেখতে গেলে অবশ্যই নীচে চোখ রাখুন।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa) on

About Author