শুক্রবার ফের রাজ্যপাল জগদীপ ধনখড় এর দিকে কথার তীর ছুঁড়ে দিতে দেখা গেল তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে। এইদিন সাংসদ তার এক টুইটে রাজ্যপালকে ‘আঙ্কেলজি’ বলে কটাক্ষ করেন। কেবল এটুকু নয়, এর সাথে বিজেপির পুতুল বলেও লেখেন সাংসদ। সম্প্রতি কোচবিহারের পুলিশ তাকে গার্ড অব অনার না দেওয়ায় রাজ্য সরকারকে এক হাত নিয়েছিলেন রাজ্যপাল। তার প্রতিক্রিয়ায় এই আক্রমণ বলে মনে করছেন অনেকে।
সম্প্রতি উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গোটা নভেম্বর মাস সেখানেই থাকবেন তিনি। সেই অনুযায়ী তার থাকার ব্যবস্থা করা হয়েছিল দার্জিলিং এ। কিন্তু সেখানে না থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করতে শুরু করেন তিনি। বৈঠক করতে শুরু করেন জেলা গুলির জেলা শাসক এবং পুলিশ সুপারদের। এইনিয়ে তার নতুন করে সমস্যা শুরু হয় রাজ্য সরকারে সাথে। এর ই মাঝে পুলিশ তাকে গার্ড অব অনার দিচ্ছেনা বলে সরকারের দিকে বাক্যবাণ ছুঁড়তে দেখা গিয়েছিল ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেই বাক্যবাণের জবাব আজ সাংসদ মহুয়া মিত্র দিলেন বলে মনে করছেন অনেকে। আজ সাংসদ টুইটে রাজ্যপালকে কটাক্ষ করে লেখেন ‘আঙ্কেলজি ‘। তিনি লেখেন,”আঙ্কেলজিকে কেউ একটু বলুন যে পুলিশের কেবল গার্ড অব অনার দেওয়া ই কাজ নয়। আরও অনেক কাজ রয়েছে তাদের। ছুটি কাঁটাতে গিয়ে যা ইচ্ছে তাই করছেন তিনি।”
রাজ্য সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছেন রাজ্যপাল ধনখড়। আগে বহুবার তিনি রাজ্যকে শুনিয়েছ আইন শৃঙ্খলার বিষয়ে। সম্প্রতি দিল্লি বৈঠকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্যপাল। তারপর অন্যদিকে বিজেপির মুখপত্র বলে রাজ্যপালকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।