Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাধারন লুক ছেড়ে ‘সেক্সি লুকে’ জনপ্রিয় অভিনেত্রী ‘মোহর’, নজর কেড়েছে দর্শকদের

এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে…

Avatar

By

এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে মোহর। তারপর কলেজে পড়তেই পড়তেই নিজের শিক্ষকের প্রেমে পড়েন। এই নিয়ে ধারাবাহিক চলে। কলেজের অধ্যাপকের সাথে কলেজ পড়ুয়ার প্রেম। শঙ্খ আর মোহরের প্রেম, ভালোবাসা, ঝগড়া আর খুনসুটি দেখতে পছন্দ করেন বহু বাঙালি দর্শক।

তবে সবচেয়ে বেশি পছন্দ মোহরের জীবনের এই সংগ্রাম। মোহরের আসল নাম সোনামনি সাহা। দেবী চৌধুরানী ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম সিরিয়ালে অভিনয় করেই বেশ জনপ্রিয় হন সোনামনি। এই ধারাবাহিক শেষ হতেই পরের দজন শুরু হয় মোহর। মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন জগতে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন সোনামনি সাহা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতদিন সোনামণিকে আমরা সকলে টেলিভিশনের পর্দার ভেতর সালোয়ার কামিজ বা সাদামাটা সাজাতেই দেখেছি। তবে এবার একেবারে অন্য অবতারে সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রেডমিলে দৌড়াচ্ছেন নায়িকা। পরনে হলুদ রঙের স্পোর্টস টপ আর বেইজ রঙা প্যান্ট।সোনামনির লম্বা চুল উঁচু করে বাঁধা। ছবিতে সোনামনির এহেন অবতার অনেকের চক্ষু চড়কগাছ। ইউবান প্রথম এই ছবিতে নজরে এল অভিনেত্রীর ডান হাতের উপরের অংশ জুড়ে করা একটি ট্যাটু। যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

সোনামনির এই ছবি মোহরের ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। সোনামনির এই শরীরচর্চার ছবি দেখে সকলেই বুঝতে অভিনেত্রী কিভাবে এত ফিট আর ফাইন। মূলত নিজেকে ফিট রাখতে শরীরচর্চা আর যোগব্যায়ামকে বেশি গুরুত্ব দেন অভিনেত্রী। জিমের পাশাপাশি যোগ চর্চাও করেন। অভিনয়, শরীরচর্চা আর নিজের মতো একা থাকতে ভালোবাসেন পর্দার মোহর।

About Author