Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আনলক ৩.০-র গাইডলাইনস কি হবে? এই নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Updated :  Sunday, July 26, 2020 8:00 PM

দেশে ক্রমাগত লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। সংক্রমণ থামবার কোনো লক্ষণ নেই। দেশ সহ বেশ কিছু রাজ্যেও সংক্রমণের হার আকাশছোঁয়া মাত্রায় বেড়ে চলেছে। আর এই পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করতে আগামীকাল সোমবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাজ্যগুলির বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা চলবে। গত ১লা জুন মাস থেকে দেশ জুড়ে টানা আড়াই মাস লক ডাউনের পর আনলক-১ ঘোষণা হয়।

এরপর ক্রমে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। আর তারপরই ফের রেকর্ড হারে বাড়তে থাকে করোনা সংক্রমণ। তবে কেন্দ্রীয় স্তরে দেশে লক ডাউন ঘোষণা করার মত পরিকল্পনা নেই। রাজ্যগুলি চাইলে কঠোর লক ডাউন জারি রাখতে পারে। আগামীকাল বৈঠকে রাজ্যগুলির করোনা পরিস্থিতি ছাড়াও কোন রাজ্য তৃতীয় পর্যায়ের আনলকে কী কী খোলা রাখতে চাইছে, কী তাঁদের মতামত এই সমস্ত কিছু মুখ্যমন্ত্রীদের কাছ থেকে জানবেন প্রধানমন্ত্রী।

আগস্ট মাসে দেশ জুড়ে আনলক-৩ চালু হবে। আর সেই পর্যায়ে কী কী খোলা থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে। কনটেইনমেন্ট জোন বাদ দিয়ে যেরকম ভাবে বাকি সবকিছু চলছিল সব সেরকমই স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। সংক্রমণের হার যে রাজ্যগুলিতে কমেছে সেখানে সব পরিষেবা চালু করা হলেও থাকবে কিছু শর্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি নোট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই নোটে আগস্ট মাস থেকে ক্রমে সিনেমাহল ও অডিটোরিয়াম খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান কবে পুনরায় খুলবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।