বাংলায় বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায়। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দল পূর্ণ শক্তি নিয়ে প্রচারে নামার জন্য উদ্যত হয়ে গিয়েছে। একের পর এক সভা করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কম যাচ্ছেন না নরেন্দ্র মোদি, অমিত শাহ।
আজ অর্থাত বুধবার একদিকে যেখানে শুভেন্দু অধিকারীর গড়ে অর্থাৎ কাঁথিতে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেরকম এক সময় বাঁকুড়ায় জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকের দিনটা হতে চলেছে একেবারে হাই ভোল্টেজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যেই শোনা যাচ্ছে বিজেপির হয়ে আগামী বৃহস্পতিবার থেকে প্রচারে নামতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আগামীকাল প্রথমে শালতোড়া বিধানসভা দিয়ে তিনি নিজের প্রচার শুরু করবেন। তারপর বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে লাগাতার সভা করবেন মিঠুন চক্রবর্তী। ফলে তার সভার মাধ্যমে নিজের দিকে ঘোরানোর টার্গেট নিচ্ছে বিজেপি।
গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেঁষে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে। তার মধ্যেই, অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছেন জনসভা থেকে। সেই আক্রমণের পাল্টা জবাব দিতে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অভিষেকেই ভয় করে বিজেপি।