Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

Updated :  Friday, September 6, 2019 1:26 PM

অরূপ মাহাত: ভারত যে অর্থনীতিতে শক্তিশালী দেশ তা প্রমাণ করতে রাশিয়াকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভ্লাদিভস্তকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে ‘অ্যাক্ট ফার ইস্ট’ নীতি চালু করার পর একথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘রাশিয়ার পূর্বপ্রান্তের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের৷ ভ্লাদিভস্তকে প্রথম যে দেশটি কনস্যুলেট খুলেছিল, তা হল ভারত৷ রাশিয়ার পূর্বপ্রান্তের উন্নয়নের জন্য ভারত ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে রাশিয়াকে৷ পূবে তাকাও নীতিতে আমার সরকার খুবই কার্যকরী ভূমিকা নিচ্ছে৷’ রাশিয়ার পূর্ব প্রান্তে (সাইবেরিয়া অঞ্চল) প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে৷ সেই কারনেই এই অঞ্চলের উন্নয়ন প্রয়োজন বলে মনে করে ভারত।

এদিন তিনি আরও বলেন, আগামী ২০২৪ সালের মধ্যে ভারত বিশ্ব অর্থনীতির শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠবে। এই সময়ের মধ্যেই ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে বলে রাশিয়ায় ফের জানান মোদি৷ ইস্টার্ন ইকোনমিক ফোরামে ভারতের সক্রিয় ভূমিকা নেওয়ার কথাও এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।