প্রচারে নেমে জনপ্লাবনে ভাসলেন মিঠুন চক্রবর্তী, আজই অংশগ্রহণ করবেন ৪ টি কর্মসূচিতে

বর্তমানে শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ির হয়ে প্রচার করছেন মহাগুরু

Advertisement

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচার করছে। গেরুয়া শিবির এবারের একুশে নির্বাচনে তাদের শক্তি প্রদর্শন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে গেরুয়া প্রচারের ঝড় তুলছে। এরইমধ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার মহাগুরু মিঠুন চক্রবর্তী বাঁকুড়ায় গেরুয়া ঝড় তুলতে পৌঁছে গিয়েছে। গত ৭ মার্চ ব্রিগেড সমাবেশ নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে মিঠুন চক্রবর্তী যোগদান করলেও তাকে প্রার্থী করা হয়নি। বিজেপিতে যোগদান করার পর প্রথমবারের মতো সক্রিয়ভাবে বিজেপি প্রচারে নামলেন তিনি।

Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে বাঁকুড়া শালতোড়া হেলিপ্যাডে অবতরণ করেন। তাকে দেখার জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এমনকি মানুষের ভিড়ের চাপে মিঠুন চক্রবর্তীকে ১৫ মিনিট হেলিকপ্টারে বসে থাকতে হয়। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে হেলিকপ্টার থেকে নামতে সুযোগ করে দিতে পারে। বর্তমানে স্টার প্রচারক মহাগুরু স্থানীয় বিজেপি প্রার্থী চন্দনা বাউরির হয়ে শালতোড়া বিধানসভা কেন্দ্রে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে প্রচার করছেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন করছেন। রোড শোতে বিপুল জনসমাগমে প্লাবিত হয়েছে গোটা এলাকা।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী আজকে বাঁকুড়া ও ঝাড়্গ্রাম জেলা মিলিয়ে মোট চারটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বাঁকুড়ায় ৩ টি ও ঝাড়গ্রামে ১ টি রোড শো করবেন তিনি। প্রথম রোড শোতে এত পরিমান ভিড় রীতিমতো সাফল্যমন্ডিত করে তুলেছে বিজেপির প্রচার অনুষ্ঠানকে। যত দিন গড়াবে আরও ভিড় বাড়বে বলে মনে করছে স্থানীয় বিজেপি কর্মকর্তারা।

Advertisement

Recent Posts