Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হিরণ চক্রবর্তীর হয়ে প্রচার করতে ইতিমধ্যেই খড়গপুরে মিঠুন চক্রবর্তী

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট ১ লা এপ্রিল। এই দ্বিতীয় দফা নির্বাচনে একাধিক হাইভোল্টেজ লড়াই হতে চলেছে বাংলায়। দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট ১ লা এপ্রিল। এই দ্বিতীয় দফা নির্বাচনে একাধিক হাইভোল্টেজ লড়াই হতে চলেছে বাংলায়। দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে হবে। এই দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হবে। দ্বিতীয় দফা নির্বাচনে মোট আসনের সংখ্যা ৩০ টি যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছে ৯ টি, পূর্ব মেদিনীপুরে আছে ৯ টি, বাঁকুড়ায় ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে তৃণমূল ও বিজেপি উভয় জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে।

আজ অর্থাৎ মঙ্গলবার গেরুয়া শিবিরের স্টার ভোটপ্রচারক মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই খড়গপুর কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তিনি প্রথমে আজ কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে খড়গপুর হেলিপ্যাডে ইতিমধ্যেই অবতরণ করেছেন। সেখান থেকে তিনি দুর্গা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন। খড়্গপুরের বিজেপি তারকা প্রার্থী হিরণ চক্রবর্তীর হয়ে প্রচার করবেন তিনি। ইতিমধ্যেই হিরণ চক্রবর্তী দুর্গামন্দিরে উপস্থিত হয়েছেন যেখানে তার সাথে মিঠুন চক্রবর্তীর দেখা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হেলিকপ্টার থেকে অবতরণ করে সাংবাদিকদের সামনে মিঠুন চক্রবর্তী বলেছেন, “আমি কোন হাইভোল্টেজ তারকা নয়। তবে সকলকে একটা কথা বলব আমি। বাংলার মানুষের সাথে শুধুমাত্র আমার হিরো এবং ফ্যানের সম্পর্ক না। আমাদের সর্ম্পক টা একটু অন্যরকম। বাংলার মানুষের হৃদয়ে থাকি আমি।প্রত্যেকটি মানুষের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে যা ভাষায় বর্ণনা করা যায় না।”

About Author