Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: পর্দার মিঠাই মডার্ণ লুকে, দেখেই ফিদা উচ্ছেবাবু

গত একবছর ধরে টেলিভিশনের পর্দায় 'মিঠাই' ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। এই একবছর ধরে মিঠাই এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন হিট ধারাবাহিক 'গাঁটছড়া'র…

Avatar

গত একবছর ধরে টেলিভিশনের পর্দায় ‘মিঠাই’ ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। এই একবছর ধরে মিঠাই এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে সম্প্রতি প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন হিট ধারাবাহিক ‘গাঁটছড়া’র দৌড়াতে সেই এক নম্বর স্থান হারিয়েছে ‘মিঠাই’। তবে এই মুহূর্তে সেই স্থান ফিরে পেতে মরিয়া ধারাবাহিকের পরিচালক।

ধারাবাহিক অনুরাগীরা সকলেই জানেন এই মুহূর্তে মিঠাইয়ের আউটডোর শুটিং চলছে। দাদাই ও ঠাম্মির হানিমুনের নাম করে সিদ্ধার্থ ও মিঠাইকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের একে অপরের কাছে আনার জন্য। তবে এতকিছুর পরেও নিজের ভালোবাসার কথা মানতে রাজি নয় সিদ্ধার্থ নিজেও। তবে সেদিন মনে মনে মিঠাইকে নিজের মন দিয়ে বসে আছে, তা বলাই বাহুল্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি পাহাড়ে ঘুরছে তারা। এমনকি সেখানে ঠাম্মির পাশাপাশি মডার্ণ লুকে দেখা গিয়েছে মিঠাইকেও। দাদাইয়ের পাশাপাশি ঠাম্মি ও মিঠাইকে দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেছে সিদ্ধার্থের। তার মিঠাইরানীর এমন লুক দেখে রীতিমতো চমকে গিয়েছে সে নিজেও। সে বারবার দেখছিল তার দিকে। এমনকি একসাথে ঘোড়াও চেপেছিল তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পর্দার মিঠাই ও ঠাম্মি মিরিকের রাস্তায় একেবারে তাল মিলিয়ে ক্যাটওয়ার্কে মেতেছেন। সম্প্রতি সৌমিতৃষা নিজেই ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন এই ভিডিওটি, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল।

তবে ধারাবাহিকের গল্প অনুযায়ী, মিঠাই হারিয়ে গিয়েছে পাহাড়ে। তাকে পাগলের মত চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মিঠাইয়ের দাদুর নাতি। রীতিমতো কাঁদছে সে। এমনকি গোপালের কাছেও বলেছে এই প্রথমবারের জন্য মিঠাইকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে সে। সে কোন মূল্যেই মিঠাইকে হারাতে চায়না। এরপরে কি হতে চলেছে! তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

About Author