চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চাওয়া মিশমি পড়াশোনা ছেড়ে দিয়ে এসেছিলেন অভিনয় জগতে। এই মুহূর্তে মিশমি বেশ কিছু মডেলিং করেছেন। এছাড়া সান বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জীয়নকাঠি’-তে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’তে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন মিশমি।
উন্মুক্ত পিঠে সাতচক্রের ট্যাটু, অভিনেত্রীর ‘হটনেস’ ঝড় উঠল নেট দুনিয়ায়
সম্প্রতি অভিনেত্রী মিশমি চক্রবর্তী তাঁর দুটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। একটি ছবিতে মিশমি স্লিভলেস ব্লাউজ ও শাড়িতে সৌন্দর্যের মায়াজাল বিস্তার করেছেন। কিন্তু মিশমির অপর ছবিটি রীতিমত সাড়া জাগিয়েছে। এই ছবিটিতে…

আরও পড়ুন