Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যাত্রীদের সমস্যা কমাতে এগিয়ে মেট্রো কর্তৃপক্ষ, সোমবার থেকে খুলছে মেট্রো স্টেশনের বিভিন্ন গেট 

Updated :  Sunday, January 17, 2021 11:38 PM

অবশেষে মেট্রো যাত্রীদের ‘দ্বার সংকট কাঁটাতে অনেকটাই এইবার উদ্দ্যোগী হল কর্তৃপক্ষ। সোমবার তথা কাল থেকে একাধিক স্টেশনের একাধিক গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে নিউ নির্মাল অবস্থায় যাত্রীদের যে ভোগান্তির শিকার হতে হচ্ছিল তা অনেকটাই কমতে চলেছে।

করোনা পরবর্তীকালে ভিড় এড়িয়ে যেতে প্রায় সব স্টেশনেই পাতালে প্রবেশের একাধিক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। অধিকাংশ স্টেশনেই একটি এবং দুটি গেট খোলা হচ্ছিল যাত্রীদের। নিজেদের কর্মস্থল বা বাড়ির কাছের গেট খোলা না থায় বেশ কয়েক মিনিট হেঁটে অন্য গেটে যেতে হচ্ছিল। এর জেরে অনেক সময় ট্রেন মিসও হচ্ছিল যাত্রীদের।

সেই সমস্যা খানিকটা কমিয়ে আনতে বেশ কয়েকটি স্টেশনের একাধক গেট খোলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে যে, সোমবার থেকে একাধিক স্টেশনে মোট ৫ টি অতিরিক্ত গেট খোলা হবে। সেন্ট্রাল স্টেশনের ৫ নং গেট কাল থেকে খোলা থাকবে প্রবেশের জন্যও। কালীঘাট স্টেশনের ৪ এবং ৫ নং গেট দিয়েও যাত্রীরা বেরিয়ে যেতে পারবেন। ১০ নং গেট দিয়ে করা যাবে প্রবেশ। কাল থেকে রবীন্দ্র সরোবর স্টেশনের চার নং গেট খুলে দেওয়া হবে যাত্রীদের বেরিয়ে যাওয়ার জন্য। তার সাথে চাঁদনী চক এবং পার্ক স্ট্রিট স্টেশনের ১ নং গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান এই দুই ই করা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার থেকেই ই-পাস ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এর পর থেকে কেবল স্মার্টকার্ড থাকলেই করা যাবে মেট্রো তে যাতায়াত। কেবল তাই নয়, আগের থেকে বেড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। আগে যেখানে দৈনিক ২২৮ টি ট্রেন চলত, সেখানেই চলবে ২৪০ টি ট্রেন, তবে টোকেন এখনই করা হবেনা চালু বলে জানা গিয়েছে সূত্র হতে।