Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মেসি!

Updated :  Sunday, September 29, 2019 7:32 PM

আগামী মাসের শুরুর দিকে জার্মানি ও একুয়েডরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলে নেই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি আক্রমণভাগের অপর দুই তারকা ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো ও পিএসজিন আঞ্জেল দি মারিয়ারও।

জুন-জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারা। কোপা লিবের্তাদোরেসে সেমিফাইনাল থাকায় প্রীতি ম্যাচ দুটিতে রাখা হয়নি বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের খেলোয়াড়দের। আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনাল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। দলে ফিরেছেন উইঙ্গার এরিক লামেলা।

কোপা আমেরিকায় আয়োজকের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাস্তি হিসেবে মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে ফিফার ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে। এমনিতেও প্রীতি ম্যাচ দুটিতে খেলা হতো না মেসির। চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে মাঠে ফেরার পর আবার চোটে পড়েছেন তিনি।

৩২ বছর বয়সী এই ফুটবলার কবে নাগাদ চোট কাটিয়ে ওঠবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কাতালান ক্লাবটি। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল-ইদুনা-পার্কে ৯ অক্টোবর স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর একুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।