Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এগিয়ে গেল ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কৃষ্ণকলি’ এক নম্বরে, দুই নম্বরে রইল ‘মিঠাই’

ক্রমশ ‘মিঠাই' জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে ‘মিঠাই'-এর সঙ্গে টক্কর চলছে নামকরা সিরিয়ালগুলির। ফলে গত সপ্তাহের ‘সপ্তাহ সেরা’ মেগা ‘কৃষ্ণকলি'র ঘাড়ের কাছে চলতি সপ্তাহে নিঃশ্বাস ফেলছে ‘মিঠাই’। রেটিং চার্টে 10.2…

Avatar

ক্রমশ ‘মিঠাই’ জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে ‘মিঠাই’-এর সঙ্গে টক্কর চলছে নামকরা সিরিয়ালগুলির। ফলে গত সপ্তাহের ‘সপ্তাহ সেরা’ মেগা ‘কৃষ্ণকলি’র ঘাড়ের কাছে চলতি সপ্তাহে নিঃশ্বাস ফেলছে ‘মিঠাই’। রেটিং চার্টে 10.2 পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘কৃষ্ণকলি’ এবং 10.1 পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’।

গত বারের মতো এবারেও 9.2 পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘খড়কুটো’। ‘যমুনা ঢাকি’ এবারেও 9 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানেই রয়ে গেছে। 8.2 পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘অপরাজিতা অপু’। সবাইকে চমকে দিয়ে সাধক বামাক্ষ‍্যাপার সাধনা সফল হয়েছে। 8 পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘মহাপীঠ তারাপীঠ’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

7.7 পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’। অষ্টম স্থানে রয়েছে ‘দেশের মাটি’ ও ‘মোহর’। দুটি মেগাই পেয়েছে 7.4 পয়েন্ট। সব মিলিয়ে মোট 662 পয়েন্ট পেয়ে এগিয়ে গিয়েছে স্টার জলসা। জি বাংলার সংগ্রহে রয়েছে 635 পয়েন্ট।

About Author