Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জম্মু-কাশ্মীর ক্রিকেটের উন্নতির জন্য বৈঠকে সৌরভ গাঙ্গুলি

Updated :  Tuesday, November 12, 2019 8:33 AM

তড়িৎ ঘোষ : জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর আস্তে আস্তে ছন্দে ফিরছে ভূস্বর্গ। তাই এবার জম্মু-কাশ্মীরে ক্রিকেটকে স্বাভাবিক ছন্দে ফেরানোর আর্জি জানাতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন জম্মু-কাশ্মীরের ক্যাপ্টেন পারভেজ রসুল এবং মেন্টর ইরফান পাঠান।

সূত্র মারফত জানা যাচ্ছে সৌরভ গাঙ্গুলী তাদের সমস্ত আর্জি মন দিয়ে শোনেন এবং জম্মু-কাশ্মীরের ক্রিকেটের উন্নতি ঘটানোর জন্য সব রকম সহায়তা করবেন বলেও জানান। এছাড়াও গাঙ্গুলী জম্মু-কাশ্মীরের বর্তমান ক্রিকেটীয় অবস্থা সম্বন্ধে বিশদে জানেন। জম্মুতে যে কলেজ গ্রাউন্ডটি রয়েছে সেটির আরও উন্নতিসাধন ঘটিয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলার উপযুক্ত করে দেবেন বলে আশ্বাস দেন গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করার পর ইরফান পাঠান ও পারভেজ রসুল কোনো প্রতিক্রিয়া দেননি। বর্তমানে জম্মু-কাশ্মীর দল সুরাটে সৈয়দ মোস্তাক আলী ট্রফির ম্যাচ খেলছে। পারভেজ রসুলের অনুপস্থিতিতেই শুভম পান্ডির জম্মু-কাশ্মীর দলকে নেতৃত্ব দিচ্ছেন।