Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হায়দ্রাবাদের ধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্তদের যত্ন করে খাওয়ানো হল খাসির মাংস

Updated :  Tuesday, December 3, 2019 11:20 AM

হায়দ্রাবাদের ধর্ষণ কাণ্ডে জড়িত ধর্ষকদের শাস্তি দেবার বদলে তাদেরকে আদর আপ্যায়ন করে খাওয়ানো হলো খাসির মাংস। এটা নাকি অভিযুক্তদের ইচ্ছা ছিল, তাই তাদের ইচ্ছা রাখতেই তৈরি করা হয় মটন কারী। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।

অভিযুক্তদের নাম মহম্মদ আরিফ, জুল্লু নবীন, জুল্লু শিবা এবং চেন্নাকেসাভুলু। এদের মধ্যে আরিফ ই প্রধান। এই চার অভিযুক্তকে আপাতত চেরাপল্লীর একটি জেলে রাখা হয়েছে। তবে জেলের মধ্যে তারা নাকি নিশ্চিন্তে ঘুমিয়ে কাটাতে পারছেন না, তাদের অনুরোধে দুপুরে ডাল ভাত এবং রাতে মাটন কারি আর ভাত খেতে দেওয়া হয়। শুক্রবার এই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ আপাতত ১৪দিনের জেল হেফাজতে রাখা হয়েছে তাদেরকে।