Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোটে জিতলে দিলীপ ঘোষ হতে পারেন মুখ্যমন্ত্রী, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর

একুশে নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণোদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। সব রাজনৈতিক দলের নেতারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনসভা করছেন। আজ অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুরের (Mednipur) দাঁতনে…

Avatar

একুশে নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণোদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। সব রাজনৈতিক দলের নেতারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনসভা করছেন। আজ অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুরের (Mednipur) দাঁতনে জনসভা করতে গিয়েছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra kha)। তিনি জনসভায় উল্লেখ করেন, এখনই বিজেপি শীর্ষ নেতৃত্বরা বাংলা বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাউকে দেখছে না। কিন্তু নির্বাচনে জয় এরপরই মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিন দাঁতনের দেউলী গ্রাম থেকে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেছেন, একুশের নির্বাচনের পর শুভেন্দুদা তৃণমূল শিবিরকে ভেঙে চুরমার করবে। দিলীপ ঘোষ হবে বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী। এর সাথে তিনি বলেন এখনো দিলীপ ঘোষ কে আপনারা ঠিকমতো চেনেন না। দীলিপবাবু একজন অরজিনাল নেতা। দিলীপ ঘোষ কখনো নিজের সংসার জীবন করেনি। আমার দৃঢ়বিশ্বাস দিলীপ ঘোষ একদিন মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ বাংলার শাসন হাতে তুলে নিয়ে সোনার বাংলা গড়বেন। আর শুভেন্দুদার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে কিছুদিন আগে বাংলা সফল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী হবে বাঙালি। সেই সময় সবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করায় অনেকেই ভেবেছিলেন শুভেন্দু হতে চলেছে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কারণ তখন অমিত শাহ রোড শো এর মাঝে বিপুল জনপ্লাবনে ভেসে বলেছিলেন, “তারা কেউ বাইরের লোক নয়। সবাই বাংলার লোক। বাঙালি হবে বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি একুশে নির্বাচনের সরকার গড়লে বাংলার ভূমিপুত্র হবে মুখ্যমন্ত্রী।” অমিত শাহের সেই কথার পর আজকের সৌমিত্র খাঁ এর কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে বিজেপি যদি নির্বাচনে জিতে যায় তাহলে দিলীপ ঘোষ কি হতে চলেছেন আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী?

About Author