তড়িৎ ঘোষ : ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান পূর্ণ করলেন মায়াঙ্ক আগারওয়াল। ১৮৩ টি বল খেলে ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে তার ক্যারিয়ারের তৃতীয় শতরানটি সম্পন্ন করেন মায়াঙ্ক। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। তখন ভারতীয় ইনিংস গড়ার দায়িত্ব নেন চেতেশ্বর পূজারা এবং মায়াঙ্ক আগারওয়াল। পূজারা ৫৪ রান করে সাজঘরে ফিরলেও ক্রিজের অপরপ্রান্তে মাটি আঁকড়ে পড়ে থাকেন মায়াঙ্ক।
ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলি শূন্য রানে আউট হওয়ার পর সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে কে সাথে নিয়ে আবার শুরু করেন ভারতীয় দলের স্কোরবোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। ৮২ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে তাকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন আম্পায়ার মরিস এরাসমাস। যা দেখে অবাক হয়ে যান মায়াঙ্ক এবং রিভিউ নেন রাহানের সাথে পরামর্শ করে। টিভিতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করছে তাই আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউট ঘোষণা করেন মায়াঙ্ককে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও আজ ১৬ তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন ভারতীয় সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে। এর আগে কপিল দেব(১৩৮) মহেন্দ্র সিংহ ধোনি(১১৬) দিলীপ বেঙ্গসরকার(১১৪) এবং সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের সাথে একযোগে ১০৪ ইনিংসে চার হাজার রান পূর্ণ করলেন অজিঙ্কা রাহানে।