Categories: দেশনিউজ

প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় হামলার ছক

Advertisement

Advertisement

নয়াদিল্লি: ভারতে (India) বড়সড় হামলার ছক কষছে আল কায়দা। নিজেদের রিপোর্টে এমনটাই জানিয়েছিল  রাষ্ট্রসংঘ (Ujited Nation)। এবার একইরকম হুঁশিয়ারি দিচ্ছেন ভারতীয় গোয়েন্দারাও। ভারত এবং বাংলাদেশে (Bangladesh) প্রশিক্ষণপ্রাপ্ত আলকায়দা জঙ্গিরা হামলার জন্য প্রস্তুত রয়েছে। নিজেদের সাম্প্রতিক রিপোর্টে এমনটাই দাবি করছেন ভারতীয় গোয়েন্দা আধিকারিকরা।

Advertisement

গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে প্রায় ১৩০ জন আলকায়দা জঙ্গি প্রশিক্ষণ নিয়ে হামলা চালাতে প্রস্তুত। আফগানিস্তান ও পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “গত ৩০ অক্টোবর পাকিস্তানের উত্তর ওয়াজিরস্তান  থেকে প্রশিক্ষণ শেষে করেছে প্রায় ভারত ও বাংলাদেশের ১৩০ জন আলকায়দা জঙ্গি। আগামী দিনে হামলা চালানোর জন্য এই আলকায়দা জঙ্গিদের আফগানিস্তানের  খোস্ত, পখিয়াখা, পাকিটকা, কুনার, লোগার, নূরস্থান ও কাবুল প্রদেশের হাক্কানি নেটওয়ার্কের শিবিরে পাঠান হয়েছে।’

Advertisement

কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল একসময়ের বিশ্বত্রাস  সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা। তবে গত তিনবছর ধরে ফের আস্তে আস্তে শক্তিবৃদ্ধি করছে তারা। পাশাপাশি আর এক ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন আইএস কোণঠাসা হয়ে পড়ায় অনেক সন্ত্রাসবাদীই আল কায়দার দিকে ঝুঁকছে। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে আশঙ্কার খবার শুনিয়েছিল রাষ্ট্রসংঘ। তাদের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে আইএস জঙ্গিরা। বিশেষ করে দক্ষিণ ভারতের ২ রাজ্য কর্ণাটক ও কেরলে ইসলামিট স্টেট জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে সতর্ক করল রাষ্ট্রসংঘ। রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় উপমহাদেশে সক্রিয় রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ আল কায়দা জঙ্গি। এরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করেছে বলেও উল্লেখ রয়েছে। গত কয়েকবাসে বাংলাতেও বারবার আলকায়দা যোগের খবর পাওয়া গিয়েছে। এবার প্রজাতন্ত্র দিবসের আগে ফের জঙ্গি হামলা নিয়ে সতর্ক করল ভারতীয় গোয়েন্দা বাহিনী।

Advertisement

উপত্যকায় ফের বড়সড় নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সম্প্রতি গোয়েন্দা সূত্রে এমন খবরও  মিলেছে। এই খবর পাওয়ার পর থেকে গোটা ভূস্বর্গ জুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকাগুলিকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি-জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেনা ও পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে জঙ্গিদের শতাধিক প্রশিক্ষিত জঙ্গি ঘাঁটি গেড়েছে। প্রবল শীতে বরফপাতের সুযোগ নিয়ে ওই জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। তাদের এই কাজে পুরোপুরি সাহায্য করছে পাকিস্তান আর্মি। জঙ্গিদের প্রযুক্তিগত সবরকম সহায়তা দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। যে কোনও মূল্যে শতাধিক জঙ্গিকে ভারতে ঢোকাতে তৎপর পাকিস্তান। ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে তাই ক্রমাগত গুলিবর্ষণের ছক কষছে পাক সেনারা। ভারতীয় জওয়ানদের ব্যস্ত রেখে জঙ্গিদের এদেশে ঢোকানোর ছক রয়েছে পাকিস্তানের।

Recent Posts