ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holidays: আগামী মে মাসে ১২ দিন ব্যাংক বন্ধ থাকবে, ছুটির তারিখ জেনে নিন

আপনাকে কিন্তু এই মাসের সমস্ত কাজ সেরে রাখতে হবে আগেই

Advertisement

Advertisement

আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে মে মাস। ২০২৪ সালের মে মাসে ভারতে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। মে মাস যেহেতু অত্যন্ত বেশি কর্মব্যস্ততার মাস তাই এই মাসে কিন্তু ব্যাংকে যাওয়ার প্রবণতা মানুষের বেশি। এই মাসে ব্যাংকের ট্রানজাকশন অন্যান্য মাসের থেকে অনেকটা বেশি হয়ে থাকে এবং এই সময়টায় মানুষ ব্যাংকে যাতায়াত করেন বেশি। এই মাসটাতে এসি কেনা থেকে শুরু করে, ঘর ঠান্ডা করার বিভিন্ন উপকরণ কেনার প্রবণতা অনেক বেশি থাকে। এই কারণে ব্যাংকে যাওয়ার প্রবণতাও প্রতিমুহূর্তে বাড়তে থাকে গ্রাহকদের। তাই এই মাসে ব্যাংকে টাকা তোলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে আগেভাগে করে রাখতে হবে। না হলে কিন্তু পরে গিয়ে অনেক দীর্ঘ লাইনে আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এই মাসে এক ধাক্কায় পুরো ১২ দিন বন্ধ থাকবে সরকারি সমস্ত ব্যাংক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন দিন ভারতের ব্যাংকগুলি থাকবে বন্ধ।

Advertisement

১ মে ২০২৪ – মে দিবস থাকার কারণে কলকাতা বেলাপুর বেঙ্গালুরু চেন্নাই নাগপুর মুম্বাই কোচি ইম্ফল পাটনা পানাজি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং তিরুবনন্তপুরমের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

Advertisement

৫ মে ২০২৪ – রবিবার থাকার কারণে এই দিন ভারতের সমস্ত জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।

Advertisement

৮ মে ২০২৪ – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ মে ২০২৪ – বাসব জয়ন্তী এবং অক্ষয় তৃতীয় উপলক্ষে কলকাতা এবং ব্যাঙ্গালোরে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

১১ মে ২০২৪ – মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ভারতের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

১২ মে ২০২৪ – রবিবার হওয়ার কারণে ভারতের সমস্ত ব্যাংক থাকবে বন্ধ।

১৬ মে ২০২৪ – রাষ্ট্রীয় দিবস উপলক্ষে গ্যাংটক এ ব্যাংক বন্ধ থাকবে।

১৯ মে ২০২৪ – রবিবার হওয়ার কারণে এই দিন ভারতের সমস্ত জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।

২০ মে ২০২৪ – লোকসভা সাধারণ নির্বাচনের জন্য বেলাপুর এবং মুম্বাইয়ের সমস্ত জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।

২৩ মে ২০২৪ – বুদ্ধ পূর্ণিমার জন্য কলকাতা, চন্ডিগড়, রায়পুর, রাচি, শিমলা, শ্রীনগর, নিউ দিল্লি, নাগপুর, মুম্বাই, লখনৌ, জম্মু, ইটানগর এবং দেরাদুনের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

২৫ মে ২০২৪ – নজরুল জয়ন্তী উপলক্ষে ভারতের বেশকিছু জায়গাতে থাকবে ব্যাংক বন্ধ।

২৬ মে ২০২৪ – রবিবার হওয়ার কারণে সারা ভারতে থাকবে ব্যাংক বন্ধ।

Recent Posts