Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো বিকিনি পড়ে জলেই ভেসে বেড়াচ্ছেন মৌনী রায়, দেখুন ছবি

Machli জল কি রানী হ্যায়......না না জলের রানী তো এখন মৌনি রায়। তাইতো জলেই ভেসে বেড়াচ্ছেন নাগিন মৌনি রায়। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি, সেখানে নাগিন ধারাবাহিকের চরিত্র…

Avatar

Machli জল কি রানী হ্যায়……না না জলের রানী তো এখন মৌনি রায়। তাইতো জলেই ভেসে বেড়াচ্ছেন নাগিন মৌনি রায়। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি, সেখানে নাগিন ধারাবাহিকের চরিত্র দিয়েই তাঁর পপুলারিটি ঊর্ধ্বমুখী হয়। আজ্ঞে হ্যাঁ, নাগিন-এ অভিনয়ের মাধ্যমে সবচেয়ে খ্যাতি পেয়েছিলেন মৌনি। এরপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। তিনি যাই পোস্ট করেন তাই হয় ভাইরাল হয় নয়ত হিট। কখনো অভিনেত্রী মৌনি রায় নিজের রান্নাঘরের বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরেছেন ভক্তদের জন্য বা কখনো বানাচ্ছেন পিৎজা তো কখনো পাও ভাজি। লকডাউনে বেশ ভালোই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।এবারেও সেই একই ঘটনা ঘটে। এবারে জলের মধ্যে নিজের শরীর এলিয়ে দিলেন, আর পরামর্শ দিলেন- নিঃশ্বাস নাও আর ছাড়ো! তাহলে সব টেনশন যাবে দূর হয়। জলের মধ্যেই ছড়িয়ে দিয়েছেন একরাশ পজিটিভিটি!
 
View this post on Instagram
 

Inhale… exhale…

A post shared by mon (@imouniroy) on

বলিউডের এই বাঙালি নায়িকা মৌনি রায়ের কুল টিপ্সেই মাত হয়েছেন নেটিজেনরা। অবশ্য শুধু জলেই নয়, স্থলেও একই জলবা দেখালেন অভিনেত্রী। চালালেন সাইকেল। স্বল্প বসনে সাইকেল চেপে একের পর এক পোজ দিলেন অভিনেত্রী। আর এই ছবির পাসেই লেখা পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস, পজিটিভ লাইফ! অর্থাৎ ইতিবাচক চিন্তা করুন৷ সবসময় হাসিমুখে থাকুন৷ তাহলেই তো ভাল থাকবেন৷ কালো বিকিনি পড়ে জলেই ভেসে বেড়াচ্ছেন মৌনী রায়, দেখুন ছবিইতিমধ্যেই মৌনির একটি সিরিজ লন্ডন কনফিডেনশিয়াল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এর পাশাপাশি তাঁর ছবি ব্রহ্মাস্ত্র ও মুঘল মুক্তির অপেক্ষায় রয়েছে৷
About Author