Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী চার দিন তুমুল গরমে পুড়বে চামড়া, আশঙ্কা আবহাওয়া দপ্তরের

বৈশাখের তীব্র দাবদাহে ইতিমধ্যেই প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। তার মধ্যেই সারাদেশের তাপমাত্রা নিয়ে খারাপ খবর শোনাচ্ছে ভারতীয় জাতীয় আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী কয়েকদিন ভারতের বেশকিছু রাজ্যে লু বওয়ার সম্ভাবনা…

Avatar

বৈশাখের তীব্র দাবদাহে ইতিমধ্যেই প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। তার মধ্যেই সারাদেশের তাপমাত্রা নিয়ে খারাপ খবর শোনাচ্ছে ভারতীয় জাতীয় আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী কয়েকদিন ভারতের বেশকিছু রাজ্যে লু বওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন পরেই লু বইতে শুরু করবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। আগামী ২৮ এপ্রিল গরমের মাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা মোটামুটি ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। আগামী দিনগুলিতে প্রবল তাপপ্রবাহে পুড়তে পারে চামড়া।

মৌসম ভবন সূত্রে খবর, ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দিল্লি তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। রবিবারে দেশের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোটামুটি ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস। ন্যুনতম তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রী সেলসিয়াস। তবে রাজধানীতে আদ্রতার পরিমাণ ছিল ৩৬ শতাংশ। দিল্লিতে বাতাসে গুণগতমান খুব একটা ভালো নয়। তাই গরম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিগত দুই সপ্তাহে জোরদার হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু তারপরেই আবহাওয়ার রূপ রীতিমত পাল্টে গিয়েছে। আগামী আরো কয়েকদিন কঠিন হতে চলেছে দিল্লিসহ সারা ভারতের মানুষের জন্য। রাজস্থানের পার্শ্ববর্তী এলাকা থেকে বাতাস বইতে শুরু করেছে। ইতিমধ্যেই মরুভূমি ছুঁয়ে সেই বাতাস যদি ভারতের অন্যান্য জায়গায় প্রবেশ করে তাহলে তাপমাত্রা আরও বাড়বে। সর্বাধিক তাপমাত্রার পরিবর্তন হবে খুব শীঘ্রই।

অন্যদিকে আগামী বৃহস্পতিবার এই মরশুমের সবথেকে উষ্ণতম দিন হতে চলেছে বলে জানিয়েছে আইএমডি। সোমবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। ঠিক ওই দিনেই নিম্নতম তাপমাত্রা এবং উচ্চতম তাপমাত্রার তফাৎ হবে সর্বাধিক।

About Author