টেক বার্তা

মাত্র ৮ হাজার টাকায় বাড়ি নিয়ে যান মারুতি সুজুকি WagonR, জানুন সমস্ত ফিচার

নতুন এই গাড়িটি ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে

Advertisement

Advertisement

মাত্র ৮ হাজার টাকার ইএমআই দিয়ে এবারে বাড়িতে নিয়ে যেতে পারবেন maruti suzuki কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ি WagonR। একই সাথে মারুতি সুজুকি কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি এটি। শুধুমাত্র সমতল রাস্তায় না, পাহাড়ি রাস্তাতেও এই গাড়ির জুড়ি মেলা ভার। এই গাড়িতে দারুন স্পেস এবং মাইলেজ এর মতো ভালো ভালো ফিচার রয়েছে। এটি সবথেকে বেশি পছন্দ করা গাড়ি হয়ে উঠেছে মারুতি সুজুকি কোম্পানির মধ্যে। সম্প্রতি এই গাড়ির একটি নতুন মডেল লঞ্চ করা হয়েছে যা মানুষ আরো বেশি পছন্দ করছেন। এই গাড়িতে আগের থেকেও বেশি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন দারুণ পারফরমেন্স এবং তার সাথেই একটি আকর্ষণীয় ইএমআই প্ল্যান থাকছে এই গাড়ির সাথে।

Advertisement

দুর্দান্ত বৈশিষ্ট্য এবং নিরাপত্তা

Advertisement

ওয়াগন আর এর নতুন গাড়িটিতে স্মার্ট প্লে স্টুডিও এবং স্মার্টফোন নেভিগেশন সহ একটি সাত ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এর সাথে কোম্পানি গাড়িটির সঙ্গে একটি ব্লুটুথ সংযোগসহ চারটি স্পিকার সরবরাহ করেছে। নিরাপত্তার কথা বললে আপনি ডুয়াল এয়ার ব্যাগ, এবিএস ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন, রিয়ার পার্কিং সেন্সরের মত আধুনিক সমস্ত ফিচার পেয়ে যাবেন। গ্লোবাল এনসিএপি নিরাপত্তা রেটিং সম্পর্কে বললে, এটি শুধুমাত্র ওয়ান স্টার পায়। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য আপনি এই গাড়িটি কিনতে পারেন। নিরাপত্তার দিক থেকে খুব একটা ভাল রেটিং না হলেও, এই গাড়ির ইঞ্জিন খুব শক্তিশালী। তাই যদি আপনার হাত খুব ভালো হয় এবং কম দামে আপনার একটি ভালো ইঞ্জিন প্রয়োজন হয় তাহলে আপনি এই গাড়িটি কিনতে পারেন।

Advertisement

দাম এবং ইএমআই প্ল্যান

নতুন এই গাড়িটির অন রোড দাম শুরু হচ্ছে ৬.১৭ লাখ থেকে। এবং সর্বাধিক ৮.৪৯ লাখ পর্যন্ত দাম যেতে পারে এই গাড়িটির। এই ধরনের গাড়ির জন্য এটা খুবই ভালো দাম। নূন্যতম ১ লক্ষ ১৮ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি ইএমআই দিয়ে এই গাড়িটি কিনতে পারেন। এরপরে আপনাকে পরবর্তী ৮৪ মাসের জন্য প্রতি মাসে শুধুমাত্র ৮১৫৩ টাকা করে ইএমআই দিতে হবে। আপনি আরো ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সময়কাল কমিয়ে দিতে পারেন অথবা আপনার কিস্তি বৃদ্ধি করতে পারেন। এই ইএমআই প্ল্যান শুধুমাত্র এই গাড়ির বেস মডেলের জন্য। তবে যদি টপ মডেলের জন্য ইএমআই দিতে হয় তাহলে আপনাকে ১০ হাজার টাকার উপরে ডাউন পেমেন্ট করতে হবে।