কালকেই শুরু হচ্ছে নতুন বছর। আর নতুন বছরে আপনি চিন্তায় পড়তে পারেন যদি আপনার গাড়ি কেনার প্ল্যান থাকে। নতুন বছরে লাফিয়ে বাড়বে গাড়ির দাম। পয়লা জানুয়ারি থেকে বাজেট সেগমেন্টের হোক কিংবা বিলাসবহুল হোক, সব ধরনের গাড়ির দাম বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই মাহিন্দ্রা, টাটা মোটরস, মারুতি সুজুকি ও অডির মত কোম্পানি তাদের গাড়ির দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করে দিয়েছে। এই বর্ধিত মূল্য আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আসলে নির্মাতারা প্রত্যেক বছর অন্তত একবার মুদ্রাস্ফীতি, কাঁচামালের মূল্যবৃদ্ধি কিংবা উৎপাদন খরচ চড়ার যুক্তি দেখিয়ে গাড়ির দাম বাড়িয়ে থাকে। এবার ধাক্কা লাগলো বছরের একদম শুরুতেই। ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মারুতি সুজুকি কোম্পানিও তাদের গাড়ির দাম বৃদ্ধি করবে। অবশ্য এই দাম বৃদ্ধি পাচ্ছে তাদের যাত্রীবাহী গাড়ির। যদিও নির্দিষ্ট কোন কোন গাড়ির ক্ষেত্রে এই বর্ধিত মূল্য কার্যকর হবে সে সম্পর্কিত তথ্য এখনও পর্যন্ত অজানা। এমনকি কতটা পরিমাণ দাম বাড়তে পারে সেই বিষয়টিও স্পষ্ট নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএরপর আসা যাক ভারতীয় ব্র্যান্ড টাটা মোটরস এর ব্যাপারে। ২০২৩ এ এই কোম্পানির গাড়ি দাপিয়ে ব্যবসা করছে। টাটা মোটরস নতুন বছরের শুরু থেকেই তাদের প্রায় সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন দামের তালিকা সমন্ধে কিছু জানা যায়নি। এমনকি এই কোম্পানি জানিয়ে দিয়েছে যে তাদের পেট্রোল গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়িতেও দাম বৃদ্ধি পাবে।
মাহিন্দ্রা কোম্পানি জানিয়ে দিয়েছে যে ২০২৪ সাল জানুয়ারি মাস থেকে এই কোম্পানির গাড়ির দাম অনেকটাই বৃদ্ধি পাবে। Scorpio থেকে শুরু করে Thar, XUV700 এবং XUV300 সব জনপ্রিয় গাড়ির ক্ষেত্রেই এই বর্ধিত মূল্য কার্যকর হবে। তবে কোন মডেলের গাড়ির দাম বৃদ্ধি করা হয়েছে তা নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি কোম্পানি। বাজেট রেঞ্জের পাশে প্রিমিয়াম ব্র্যান্ড Audi তাদের গাড়ির দাম বৃদ্ধি করছে। আগামী বছরের জানুয়ারি থেকে অডি এর ভারতীয় পোর্টফোলিওতে থাকা গাড়িগুলির দাম ২% পর্যন্ত বাড়ানো হবে। যদিও মডেলভিত্তিক নির্দিষ্ট করে নতুন দামের তালিকা এখনও পর্যন্ত সামনে আনা হয়নি। এমনকি নির্দিষ্ট মডেলের কথাও বলা হয়নি।