Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক, দুই, তিন – বিজেপিকে বিদায় দিন : মমতা

অরূপ মাহাত: উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়লাভের পর স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের পর উপনির্বাচনে তিন শূন্য জিতে আত্মবিশ্বাস ফিরে পেল তারা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে…

Avatar

অরূপ মাহাত: উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়লাভের পর স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের পর উপনির্বাচনে তিন শূন্য জিতে আত্মবিশ্বাস ফিরে পেল তারা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, এবার বিজেপিকে ছুঁড়ে ফেলার সময় এসেছে।

তিনি বলেন, ‘এক, দুই, তিন – বিজেপিকে বিদায় দিন।’ শুধু তাই নয়, এই রায় যে তৃণমূল কংগ্রেসের ওপর সাধারণ মানুষের আশীর্বাদ তা জানিয়ে এই জয়কে সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন তিনি বলেন, বিজেপির উস্কানিমূলক রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে প্রথমবারের জন্য তৃণমূল জয়ী হওয়ায় স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী।

২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূল সুপ্রিমো দলের কর্মীদের সংযত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছেন।

আমাদের আরও নম্র হয়ে মানুষের পাশে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দিয়েছেন। সংখ্যালঘু, আদিবাসী ও রাজবংশী প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আমাদের ভোট দিয়েছেন।

About Author