BREAKING: বাংলায় NRC নিতে বিরাট বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের!

Advertisement

Advertisement

আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এনআরসি নিয়ে বিরাট বার্তা দিলেন রাজ্যবাসীকে। তিনি বলেছেন, ‘বিজেপি এনআরসি নিয়ে অপপ্রচার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরা্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথে এনআরসি নিয়ে কথা হয়েছে কিন্তু বাংলায় এনআরসি নিয়ে কোনো কথা হয়নি। আসাম এনআরসিতেও বাদ পড়েছেন বহু বাঙালি এবং গোর্খা, এই বিষয়টা কখনোই মেনে নেওয়া যায় না।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহকে প্রথম সাক্ষাতে সেদিন কথাই তিনি বলেছেন বলে বৈঠক শেষে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এনআরসি করার কোনও প্রয়োজন নেই। সবাইকে বলবো প্ররোচনায় কেউ কান দেবেন না। শুধু ভোটার লিস্টে নাম আছে কিনা দেখে নেবেন সবাই।’ এদিকে ময়নাগুড়িতে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে।’

Advertisement