Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হাইভোল্টেজ একুশের নির্বাচন, সোমবার হুইলচেয়ারে বসেই কর্মসূচি সারবেন মমতা

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি জোর তোলপাড় হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সফরে গিয়ে চোট পাওয়া নিয়ে। পায়ে ও কাঁধে চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে দুদিন ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী।…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি জোর তোলপাড় হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সফরে গিয়ে চোট পাওয়া নিয়ে। পায়ে ও কাঁধে চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে দুদিন ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল রাতে পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে করে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। তবে তার আগেই দুপুর বেলাতে মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় বলে দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি রাজনীতির মাঠে প্রত্যাবর্তন করবেন তিনি। হয়তো হুইলচেয়ারে করে তিনি তার কর্মসূচি পূরণ করার চেষ্টা করবে। আসলে বাংলা বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে প্রচার করতে যাওয়া ও সেই সাথে তৃণমূল কংগ্রেসের জয়ের পথ প্রশস্ত করার জন্য বিস্তর কাজ বাকি।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভিডিও বার্তায় বলেছিলেন, ২ বা ৩ দিনের মধ্যে ফের প্রচারের কাজে বেরিয়ে যাব। পায়ে খুব ব্যথা থাকবে কিন্তু ম্যানেজ করে নেব। হয়তো কিছুদিন আমাকে হুইলচেয়ারে করে ঘুরতে হবে। এরপর দলীয় সূত্রে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আগামী সোমবার থেকে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। হুইল চেয়ারে বসেই বঙ্গ সফর করবেন তিনি। এই সোমবার অর্থাৎ ১৫ মার্চ পুরুলিয়ার বাগমুন্ডি ও বলরামপুরে জনসভা করবেন তিনি। তিনি দুপুর দেড়টা নাগাদ বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝালদা হাটতলায় জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল তিনটেয় বলরামপুর বিধানসভা কেন্দ্রের রথতলার কাছে মেসির মাঠে দ্বিতীয় জনসভায় অংশগ্রহণ করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপাতত হুইলচেয়ারে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন বলে মনে করা হচ্ছে। জনসভা করা স্থানে তিনি হেলিকপ্টারে করে গিয়ে নেমে হুইল চেয়ারে বসবেন এবং আবার হুইলচেয়ারে করে হেলিকপ্টার অব্দি আসবেন। আসলে বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই প্রচার না করে সময় নষ্ট করতে নারাজ। তাই পায়ে ব্যথা নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

About Author