Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফুচকা খাওয়ার ক্ষমতা নেই আর ফুলকো লুচি খাবে, বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

অমিত শাহ (Amit Shah) অত্যন্ত কদর্য এবং দৈত্যপরায়ন। এভাবেই বাংলার মুখ্যমন্ত্রী কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে। বৃহস্পতিবার কোচবিহারে জনসভা থেকে মমতা কে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তার কয়েক ঘন্টার মধ্যেই…

Avatar

অমিত শাহ (Amit Shah) অত্যন্ত কদর্য এবং দৈত্যপরায়ন। এভাবেই বাংলার মুখ্যমন্ত্রী কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে। বৃহস্পতিবার কোচবিহারে জনসভা থেকে মমতা কে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তার কয়েক ঘন্টার মধ্যেই স্বেচ্ছাসেবী সংগঠন সহ ধর্মীয় সংগঠনের সম্মেলনের অমিত শাহ (Amit Shah) কে কদর্য এবং দৈত্য পরায়ন হিসেবে চিহ্নিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা ব্যানার্জি বলেন, ‘যেন শারীরিকভাবে হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখে এই সমস্ত মন্তব্য মানায় না।” এছাড়াও কোচবিহারের প্রত্যেকটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ধরে ধরে পাল্টা জবাব দিয়েছেন মমতা ব্যানার্জি।

পাশাপাশি মমতা অমিতকে বাংলায় স্বাগত জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নাম না করলেও বলেছেন, “আজকে তিনি এসেছেন। আমাদের এখানে আসুন। আমরা সবাই আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এসে যে এরকম কথা বলছেন সেরকম কিন্তু বলবেন না। শারীরিক ভঙ্গি, ভাষার কদর্যতা, দৈত্য পরায়ন মনোভাব প্রকাশ পাচ্ছে আপনাদের। কেন মনে হচ্ছে আপনারা ধমক দিতে এসেছেন।” প্রসঙ্গত, কোচবিহারের জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন, “ভোট শেষ হতে না হতেই মমতা দিদি জয় শ্রীরাম বলবেন।” এ মন্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “দিদি গলা কেটে দেবে। তাও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না।” এছাড়াও, অমিত শাহের পিসি ভাইপো মন্তব্যের উল্লেখ করে তার পাল্টা কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি টেনে এনেছে জয় শাহের (Jay Shah) কথা। মমতা বলছেন, “খালি বুয়া ভাতিজা? আপনার ছেলে কি করে? তার কাছে এত টাকা এল কি করে?”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী বিধানসভা নির্বাচনে অমিত শাহ বলেছিলেন, “ক্ষমতায় এসে সরকার গড়বে বিজেপি।” সেই মন্তব্যের পাল্টা তৃণমূল নেত্রী বললেন, “ফুচকা খাবার ক্ষমতা নেই আর ফুলকো লুচি খাবে।” এর পরেই বিজেপিকে বললেন, “ব্রিগেডে আসুন খেলা হবে।”পাশাপাশি বিরোধী সিপিএম এবং কংগ্রেস কে একযোগে খেলায় আহ্বান জানিয়েছেন। মমতা বলেছেন, “হোক না একটা খেলা! রাজনীতির খেলা। গণতন্ত্রের খেলা। দেখা যাক না কে হারে কে জেতে! আপনারা থাকবেন। সঙ্গে সিপিএম এবং কংগ্রেস কেও দিয়ে দিলাম। ব্রিগেডে একদিকে জগাই, মাধাই আর গদাই। অন্যদিকে একা আমি। আমি গোলরক্ষক। দেখি কটা গোলা আপনারা দিতে পারেন। খেলা অত সহজ নয়।”

About Author