আজাদ হিন্দ ফৌজ এর নামে মনুমেন্ট এবং নেতাজির নামে বিশ্ববিদ্যালয়, শ্রদ্ধার্ঘ্য মমতার

আজকে শহরজুড়ে একের পর এক অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনে একসাথেএকটি অনুষ্ঠানে যোগদান করবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

Advertisement

Advertisement

নেতাজি (Netaji Subhash Chandra Bose) একজন দেশ নায়ক ছিলেন। দেশের অখণ্ডতার প্রতি গভীর বিশ্বাস ছিল তার। শনিবার নেতাজির জন্ম দিনে এরকম টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য তিনি লিখেছেন,”নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি দেশ নায়ক ছিলেন। দেশের অখন্ডতা গভীর বিশ্বাস ছিল তার। দেশনায়ক দিবস হিসেবে আমরা এই দিনটিকে পালন করছি।”

Advertisement

এছাড়াও নেতাজির জন্মদিনে মমতা জানিয়েছেন, আজাধীন ফৌজ নামে রাজারহাটে একটি মনুমেন্ট তৈরি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের টাকা নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই কথা উল্লেখ করে একটু মুখ্যমন্ত্রী টুইট করেছেন, আজ একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নেতাজি কে উৎসর্গ করে করা হবে। ১২.১৫ তে এটি সাইরেন বাজানোর হবে। এছাড়াও সকলকে বাড়িতে শঙ্খ বাজানোর আহ্বান জানানো হচ্ছে। ২৩ জানুয়ারি কে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার।

Advertisement

আজকে শহরজুড়ে একের পর এক অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনে একসাথেএকটি অনুষ্ঠানে যোগদান করবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ফলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে সারা কলকাতাজুড়ে।

Advertisement

Recent Posts