উত্তরপ্রদেশে দলিত কন্যা গণধর্ষণ নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement

Advertisement

উত্তরপ্রদেশে দলিত কন্যা গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এবার আবারো কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি আরও বলেন, “যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান। কিছু গুন্ডা গুন্ডামি করে বেড়াচ্ছে। বিএসএফ দিয়ে বিভিন্ন প্রান্তিক জায়গায় ঢুকে চমকাচ্ছে। কিন্তু এটা বিএসএফ-এর কাজ নয়।”

Advertisement

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীর বাড়ির কাছেই চারজন মিলে তাঁকে ভয়ঙ্কর অত্যাচার করে৷ পরে তাকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷

Advertisement

এই ন্যাক্কার জনক ঘটনায় সারা দেশের মানুষের পাশাপাশি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ট্যুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ তারা জানিয়েছেন এই নোংরা ঘটনায় পুলিশ কিভাবে ওই যুবতীর পরিবারের লোক জনের সাথে খারাপ আচরণ করেছেন, এমনকি এই ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।

Advertisement

কিন্তু এসবের মধ্যে এবার যোগী আদিত্যনাথও জানিয়েছেন, “১৯ বছর বয়সি ওই যুবতীকে যাঁরা নৃশংস নির্যাতন করেছে, তাদের রেয়াত করা হবে না”৷ ট্যুইটারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “ঘটনার তদন্তে তিন সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷ সাতদিনের মধ্যে এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে”।