মালদহ বিস্ফোরণে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মমতার, নিহতের পরিবার পিছু পাবে ২ লক্ষ টাকা

Advertisement

Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার মালদহের সুজাপুর এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজকে সুজাপুরের প্লাস্টিক কারখানায় আচমকা বিস্ফোরনের ভয়াবহ দৃশ্য চমকে দেওয়ার মতো। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। এছাড়াও এখন আরও ৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। মালদহের এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আজ সকাল ১১ টা নাগাদ মালদহের ৩৪ নম্বর সড়কের ধারে সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। এছাড়াও আরও ১ জন হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। আপাতত মালদহ মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ৫ জন ভর্তি আছেন। বিস্ফোরণের কথা জানতে পেরে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও মমতা বন্দোপাধ্যায় ঘটনার খবর পেলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে তড়িঘড়ি হেলিকপ্টারে করে মালদহে ঘটনাস্থল দর্শনে পাঠান তিনি।

Advertisement

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শুনে নবান্নে বৈঠকে বসেন। তিনি মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান যে মালদহ বিস্ফোরণকাণ্ডে আহত ও নিহত পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেবে রাজ্য সরকার। প্রাথমিকভাবে বিস্ফোরণে মৃত ব্যক্তির পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আর আহতরা ৫০ হাজার টাকা করে রাজ্য সরকারের থেকে আর্থিক সহায়তা পাবে।

Advertisement

প্রসঙ্গত স্থানীয় সূত্রে খবর, কারখানায় কাজ চলাকালীন হঠাৎ একটি মেশিন থেকে আচমকাই বিস্ফোরণ ঘটে। তারপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে আসে দমকল বাহিনীও। এরপর প্লাস্টিক কারখানায় ঠিক কী কারণে আগুন লেগেছিল তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

 

Recent Posts