‘উলঙ্গ রাজা’ বলে সম্বোধন, কৃষি বিল নিয়ে নরেন্দ্র মোদিকে তোপ মমতার

Advertisement

Advertisement

কলকাতা: নরেন্দ্র মোদিকে উলঙ্গ রাজা আর সংসদে কৃষি বিল পাশের দিনটিকে “ব্ল্যাক সানডে” বলে মন্তব্য করে ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “সব দলকে এক হয়ে লড়তে হবে। যেভাবে সংবিধান এর গণহত্যা হয়েছে তার তীব্র নিন্দা করছি। ব্ল্যাক সানডে ব্ল্যাক সানডেই থাকবে। এই সরকার মজুদদার ফড়েদের সরকারে পরিণত হয়েছে”।

Advertisement

এর আগেও একাধিক কারণে কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন কিন্তু এবার কৃষি বিলকে হাতিয়ার করে ফের কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সাংসদদের একত্র করে এবার সেই যৌথ লড়াইকেই মাঠের লড়াইয়ে পরিণত করতে চাইছেন মমতা। কৃষি বিল নিয়ে মোদি সরকারের ভুল নীতিতে দেশে দুর্ভিক্ষ ও খাদ্য মহামারীর প্রকোপ বাড়ছে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গতকালই কৃষি বিল নিয়ে হাঙ্গামা করার শাস্তি হিসাবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ মোট আটজন বিরোধী সাংসদকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় বিরোধী সাংসদদের হাঙ্গামার জন্য রবিবারই বেঙ্কাইয়া নাইডু তাঁর বাসভবনে একটি বৈঠক ডাকেন। যেখানে উপস্থিত ছিলীন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

Advertisement

তারপর এদিন আটজন বিরোধী সাংসদের বরখাস্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ”কেন্দ্রের এই সিদ্ধান্ত দুঃখজনক। ফের প্রমাণ হল যে এই সরকার গণতন্ত্রের সম্মান করে না। আটজন সাংসদ কৃষকদের জন্য লড়াই করেছে। আমরা এত সহজে মাথা নিচু করব না। রাজ্য সভা হোক বা রাস্তা, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

Recent Posts