এদিন নীল জলে নিজের বোল্ডনেসের ছাপ ছেড়েছেন অভিনেত্রী। খোলা চুলে, ভিজে শরীরে সুইমিং পুলের একদিক থেকে অন্যদিকে ছুটে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ক্যামেরার সামনে পোজ দিতে কখনো লাফিয়েছেন, আবার কখনো বসেই দিয়েছেন পোজ। অবশ্য সেই গোটা ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিলেই। এদিন রূপালী রঙের সুইমস্যুটেই ছিলেন অভিনেত্রী। স্মোকি আইজে পরেছিলেন ডার্ক লিপস্টিকও। আপাতত, অভিনেত্রীর এই আকর্ষণীয় লুক মন কেড়েছে অধিকাংশের। রাতের ঘুম উড়িয়েছে একাংশের। আর এই মুহূর্তে সেই সূত্রেই সাধারণের পাশাপাশি মিডিয়ার পাতাতেও চর্চিত মালাইকা।
Malaika Arora: সাহসী ফটোশুটে জলকেলিতে মত্ত মালাইকা, ভক্তরা দেখে পাগল
মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট…

আরও পড়ুন