Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Malaika Arora and Arjun Kapoor: অর্জুনের সঙ্গে মালাইকার ৪ বছরের সম্পর্কের ইতি ? মনের দুঃখে একা থাকছেন মাল্লা

গত বছরের শেষ থেকে একের পর এক সেলিব্রেটি নিজের পছন্দের মানুষের সাথে সাত পাকে বাধা পড়ছেন। তবে এর মাঝে নতুন বছর পড়তেই বলিপাড়াতে নতুন এক বিচ্ছেদের গুঞ্জন। বলিপাড়ার অন্দরে কান…

Avatar

By

গত বছরের শেষ থেকে একের পর এক সেলিব্রেটি নিজের পছন্দের মানুষের সাথে সাত পাকে বাধা পড়ছেন। তবে এর মাঝে নতুন বছর পড়তেই বলিপাড়াতে নতুন এক বিচ্ছেদের গুঞ্জন। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এবার প্রেমের ছেদ হয়ে গেল অভিনেত্রী মালাইকা অরোরা আর অর্জুন কপূরের। আর এই খবরে বলিপাড়ার অনেকেই বিশ্বাস করতে পারছেনা। এই জুটির অনুগামীরা এই খবরে পুরোপুরি চমকে উঠেছেন৷ শুধু তাই নয়, শোনা যাচ্ছে, নিজের ব্রেক আপ্র মাল্লা নাকি পুরোপুরি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। আপাতত নিজের বাড়িতে রয়েছেন নিভৃতবাসে একা।

অন্যদিকে গত বছরের শেষদিকে শোনা গিয়েছিল, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের পর নতুন বছরে মহা আড়ম্বের সাথে কাপুর আর আরোরা বাড়িতে নতুন করে বিয়ের বাদ্যি বাজতে পারে। অর্জুন-মালাইকা এবছরই নাকি নিজেদের লিভ ইন সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন। সম্প্রতি নতুন বছর শুরুর আগে একান্তে মলদ্বীপে ভ্রমণেও গিয়েছিলেন। আর দুই সেলেবের ইনস্টাগ্রাম পেজ উপচে পড়েছিল নিজেদের নানান ছবি এবং ভিডিয়োতে। এমনকি বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে খুল্লমখুল্লা নিজেদের প্রেম নিয়ে কথাও বলেছেন এই লাভ বার্ডস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে হঠাৎ করে এইকদিনে কী এমন ঘটল যে বিচ্ছেদের রাস্তা বেছে নিলেন এই লাভ বার্ডস? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে মাল্লা আর অর্জুনের চার বছরের সম্পর্ক এবার এখানেই থামতে চলেছে। শুধু তাই নয় চার দিন হয়ে গেল, মালাইকা নাকি নিজের বাড়ি থেকে এক্কেবারেই বাইরে বেরোননি। এর থেকেই অনেকে ধরে নিচ্ছেন নিজের বিচ্ছেদের জেরে মানসিক ভাবে বিধ্বস্র হয়ে পড়েছেন মালাইকা। তাই একান্তে নিজেকে ঘরে বন্দী করে নিয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে কোনোভাবে অর্জুনও নিজের প্রেমিকার বাড়িতেও যাননি।

এদিকে দিন তিনেক আগে নিজের তুতো বোন রিয়া কপূরের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন কাপুর পরিবারের পুত্র। কিন্তু এর আগে বনিপুত্রের একাধিক পারিবারিক অনুষ্ঠানে নিজের প্রেমিকের ছায়াসঙ্গী হতেন মালাইকা। কিন্তু এ বার আর সেই ডিনারে দেখা মিললোনা মাল্লার। এর থেকেই অনেকে ধরে নিচ্ছেন ১১ বছরের ছোট প্রেমিকের সঙ্গে সত্যিই দূরত্ব বজায় রাখছে ৪৮ এর মালাইকা। তবে দুজনের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মতামত শেয়ার করেননি মালাইকা আর অর্জুন। তবে দুজনের সম্পর্ক আছে নাকি বিচ্ছেদ হয়েছে তা জানার জন্য মুখিয়ে আছে অনুগামী আর বলিউড।

About Author