টেক বার্তা

বুলেটের রাজত্ব ছারখার করে দিতে পারে মাহিন্দ্রা, নতুন করে বাজারে আসছে BSA Gold Star 650

Advertisement

Advertisement

বর্তমানে ক্রুজার সেগমেন্টে বেশ কিছু ভালো রেঞ্জের বাইক রয়েছে। ক্রুজার সেগমেন্টের কথা বললে প্রথমেই আসে রয়্যাল এনফিল্ডের নাম। ইয়ুথ ক্যাটাগরিতে রয়্যাল এনফিল্ড বাইকের জন্য প্রচুর উন্মাদনা রয়েছে। একই সঙ্গে সময়ে অনুযায়ী বাইক পরিবর্তনও করেছে প্রতিষ্ঠানটি। অনেক সংস্থা এবং ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের সাথে প্রতিযোগিতা করার জন্য তাদের পণ্য চালু করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে।

Advertisement

এদিকে জানা গিয়েছে, শিগগিরই বাজারে ছাড়তে চলেছে বিএসএ গোল্ড স্টার বাইক। বাইকের বাজারে রয়্যাল এনফিল্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বিএসএ গোল্ড স্টার। খুব শিগগিরই এই বাইকটি বাজারে আসতে চলেছে। এটি মাহিন্দ্রার মডেল এবং এক সময় বেশ জনপ্রিয় ছিল। ইতিমধ্যে বিএসএ গোল্ড স্টার বাইকটি যুক্তরাজ্যে বিক্রয়ের জন্য উপলব্ধ।

Advertisement

Advertisement

Mahindra BSA Gold Star 650 শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে। তবে কনর এটি চালু করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। অনুমান করা হচ্ছে যে এই বাইকটি ২০২৩ সালের মধ্যে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। Mahindra BSA Gold Star 650 বাইকটিতে আপনি লিকুইড কুল্ড প্রযুক্তিভিত্তিক একটি ৬৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার এবং ফোর ভালভ ইঞ্জিন পেতে পারেন। ইঞ্জিনের পুরানো চেহারা বজায় রাখতে এয়ার ফিনস ব্যবহার করা হবে। ইঞ্জিনটি ৪৪ বিএইচপি পাওয়ার এবং ৫৫ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ৫ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত হবে।

BSA Gold Star 650 বাজারে ৩.৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ বাইকের চেয়ে এর দাম কিছুটা বেশি হতে পারে।

Recent Posts