Categories: দেশনিউজ

নতুন বছরের শুরুর দিন থেকেই দাম বাড়ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গাড়ির

Advertisement

Advertisement

পয়লা জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াতে চলেছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। যাত্রীবাহি গাড়ি এবং কমার্শিয়াল ভেহিকেল বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত এবং পণ্যবাহী গাড়ির দামও বাড়াতে চলেছে এই সংস্থা।

Advertisement

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কর্তৃপক্ষ জানিয়েছেন, গাড়ির বিভিন্ন পার্টসের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কমোডিটি কস্টের পাশাপাশি বাড়ছে বিভিন্ন ইনপুট কস্ট। যার ফলে গাড়ি তৈরির খরচও বেড়েছে। সেই জন্যই ২০২১ সালের ১ জানুয়ারি থেকে PVs বা প্যাসেঞ্জার এবং CVs বা কমার্শিয়াল, দু’ধরণের গাড়ির ক্ষেত্রেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

যদিও কোন মডেলের দাম বেড়ে কত হবে, অর্থাৎ নতুন দামের কথা এখনও কিছু ঘোষণা করেনি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তবে শোনা গিয়েছে নতুন বছর শুরুর আগেই গাড়ির নতুন দাম প্রকাশ্যে আনবে এই অটোমোবাইল সংস্থা। কারণ আগামী বছর জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই এই নিয়ম লাঘু হবে। অর্থাৎ গাড়ির দাম বেড়ে যাবে। কেউ গাড়ি কিনলে তাঁকে নতুন দামেই কিনতে হবে।

Advertisement

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার প্যাসেঞ্জার ভেহিকেলের তালিকায় রয়েছে নিউ থর, স্করপিও, বলেরো, এক্সইউভি-৩০০, এক্সইউভি-৫০০, মারাজ্জো, কেইউভি-১০০ এনএক্সটি এবং দ্য অ্যালট্রাস জি৪। নতুন বছরে এই সবকটি মডেলেরই দাম বাড়বে। তবে দাম কতটা বাড়বে কিংবা নতুন দাম কত হবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

এছাড়া মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা-র কমার্শিয়াল ভেহিকেলের তালিকায় রয়েছে ট্রেও জোর, আলফা লোড, জিটো, সুপ্রো ভ্যান, সুপ্রো ম্যাক্সি ট্রাক, কায়ো, ফুরিও, ব্লাজো টিপ্পার, ব্লাজো Haulage, ক্রুজিও এবং ক্রুজিও গ্র্যান্ডে। এই সব গাড়িগুলিরও দাম বাড়বে ১ জানুয়ারি ২০২১ থেকে।