Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

WB Madhyamik Exam: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ ঘোষণা, পর্ষদের বিশেষ ব্যবস্থাগুলি কী?

Updated :  Thursday, January 16, 2025 9:04 PM

মাধ্যমিকের আর মাত্র এক মাস বাকি। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণসহ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করার কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতিটি স্কুলের জন্য পর্ষদের বিভিন্ন জেলায় স্থাপিত ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকে, তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে লিখিত আবেদন জমা দিয়ে তা সংশোধন করাতে হবে। অনলাইনে ভুল সংশোধনের কোনো সুযোগ থাকবে না।

এ বছর প্রথমবার, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা রুলটানা উত্তরপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অনেক বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার নেন না, যার ফলে উত্তর লেখার সময় সোজা লাইনে লেখা সম্ভব হয় না। এই সমস্যা সমাধানের জন্যই বিশেষ উত্তরপত্র পাঠানো হবে। এই বিশেষ পত্রগুলোর প্যাকেটের ওপর ‘CWSN’ (Children With Special Needs) লেখা থাকবে।

মাধ্যমিক পরীক্ষার জন্য নবম শ্রেণি থেকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য পর্ষদ ৩১ আগস্ট, ২০২৪ তারিখে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছিল। এরপর আরও দু’দফায় রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয় এবং তাতে ৯,৩২৬টি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

তবে যারা এখনো রেজিস্ট্রেশন করেনি, তাদের জন্য আবার নতুন সুযোগ দিয়েছে পর্ষদ। ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। তবে, এবার রেজিস্ট্রেশন বিনামূল্যে নয়। দেরি করার জন্য সংশ্লিষ্ট স্কুলকে লেট ফাইন দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না করালে পরবর্তী সুবিধা পাওয়া কঠিন হতে পারে।