৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, নিজের সাম্প্রতিক একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে ভক্তমহলের পাশাপাশি দর্শকমহলের একাংশের মাঝে চর্চিত অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোনি টিভির অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই শোয়ের প্রায় প্রতিটি এপিসোডেই অতিথি হিসেবে উপস্থিত থাকেন নামিদামি তারকারা। সম্প্রতি সেই অতিথি আসনেই দেখা মিলবে বলিউডের মোহিনী অর্থাৎ মাধুরী দীক্ষিতের। এদিন মাধুরী দীক্ষিত অভিনীত ছবিগুলি থেকেই গান বেছে নিয়েছেন শোয়ের প্রতিযোগীরা। আর সেই সব গানের তালেই এদিন মেতে উঠতে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি তারই বেশ কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
এদিন মঞ্চে ঋষির কন্ঠে ‘পেহেলা পেহেলা পেয়ার হে’ শুনে মুগ্ধ হবেন সকলেই। সোনাক্ষীর গান শুনে তাকে আংটি খুলে দেবেন অভিনেত্রী। করবেন আশীর্বাদও। পাশাপাশি দেবেন একাধিক সু-পরামর্শও। অবশ্য এই সমস্ত কিছুর ঝলক মিলবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই। এদিন মঞ্চে অভিনেত্রীকে হিট গান ‘চোলি কে পিছে কেয়া হেয়’ ও ‘তাম্মা তাম্মা’র তালেও মেতে উঠতে দেখা যাবে। বলাই বাহুল্য, এদিন সকলে ‘মাধুরী’ উৎসবে মেতে উঠবেন। সঙ্গ দেবেন এই রিয়্যালিটি শোয়ের অন্যতম দুই নামী বিচারক হিমেশ রেশ্মিয়া ও বিশাল দাদলানী। খুব সম্ভবত আসন্ন রবিবার রাত ৮’টায় সোনি টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই এপিসোডটি। ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই অপেক্ষায় দর্শকমহলের একাংশ।