‘মধুমিতা সরকার’ বাংলা সিরিয়ালের যেমন এক পরিচিত মুখ ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ার অন্যতম সেন্সেশন। এখন মধুমিতা মানেই বোল্ড ছবি আর উষ্ণতা। আর তাকেই ঘিরেই নেটিজেনদের যত মাতামাতি। কেউ কেউ তার ফটোশ্যুট দেখে নেগেটিভ কমেন্ট করেন কেউ আবার নিজের ভালোলাগা প্রকাশ করেন। কিন্তু অভিনেত্রীর কোন কিছুতেই ভ্রুক্ষেপ নেই। তিনি কখনো সেজে উঠছেন খোলামেলা পোশাকে তো কখনো সীতার বেশে তো কখনো হট প্যান্টে তো কখনো এথনিক ড্রেসে। রইল তাঁর এথনিক ড্রেসে সাজুগুজুর কিছু ছবি।



একটি সর্বভারতীয় দৈনিক সংবাদপত্রে মধুমিতা সরকার ইন্টারভিউ তে বলেছিলেন, “অনেক দিন আগে বেশ কয়েকটা পোর্টালে আমাকে নিয়ে খবর হল, গোয়ায় আমি দেহব্যবসায় জড়িত। সবাই ফোন করছে আমাকে বা মাকে। শেষে পরিস্থিতি সামলাতে আমায় লালবাজারে যেতে হয়েছিল। কী করতাম? গলায় দড়ি দেব? ধুর! মানুষ ছবিতে কোনও অভিনেতাকে ভিলেন হিসেবে দেখছে তো আসল জীবনেও সে কি ভিলেন? এক জন অভিনেত্রী ছোট পোশাক পরে ছবিতে অভিনয় করছে বলেই কি সে বাস্তবেও ‘স্লাট’?”
মধুমিতা সেই সাক্ষাৎকারে এও বলেছিলেন, “বিদেশে লোকে অনায়াসে বিকিনি পরে ঘোরে। আমরা কুড়ি বছর আগে পুরী, দিঘা যেতাম গামছা জড়িয়ে।আজও তাই। কোনও বদল নেই। এগুলোই কেয়স আর এর থেকে মুক্ত রাখতে হবে, ব্যালান্স করতে হবে।”
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?