Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আলাদা হয়ে গেছে রাজা ও মধুবনীর ঘর, মা হওয়ার পরের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী

অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও তাঁর স্ত্রী মধুবনী( Madhubani Goswami)-র ঘর আপাতত ভরে উঠেছে আনন্দে। মধুবনী ইদানিং সবসময় মেতে রয়েছেন তাঁর একরত্তি ছেলে কেশব(keshav)-কে নিয়ে। সম্প্রতি কেশবকে কোলে নিয়ে…

Avatar

অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও তাঁর স্ত্রী মধুবনী( Madhubani Goswami)-র ঘর আপাতত ভরে উঠেছে আনন্দে। মধুবনী ইদানিং সবসময় মেতে রয়েছেন তাঁর একরত্তি ছেলে কেশব(keshav)-কে নিয়ে। সম্প্রতি কেশবকে কোলে নিয়ে দোলা দিয়ে ঘুম পাড়ানোর ছবি শেয়ার করেছেন মধুবনী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন অনুরাগ বসু (Anurag Basu) পরিচালিত বিখ্যাত হিন্দি ফিল্ম ‘বরফি’-র গান ‘আশিয়াঁ’-র কয়েকটি লাইন। এই ছবিতে কেশবের মুখ দেখা না গেলেও নেটিজেনরা তাকে অনেক ভালোবাসা জানিয়েছেন। অনেকে মধুবনীকে নিজের যত্ন নিতে বলেছেন।

তবে কেশবকে নিয়ে ব্যস্ততার মধ্যেও একটি নামী সংবাদমাধ্যমের জন্য কলম ধরেছেন মধুবনী। নিজের মা হওয়ার অভিজ্ঞতা ও তার পরের কাহিনী ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। মধুবনী লিখেছেন, তাঁর সারাটা দিন জুড়ে এখন শুধুই কেশব। রাজাও কেশবের ক্ষেত্রে অনেক বেশি সাবধানী হয়ে উঠেছেন। কেশব রাজাকে পাংচুয়াল করে তুলেছে। কেশবকে খাবার ও ওষুধ খাওয়াতে একটু দেরি হলেই রাজা রেখে যান মধুবনীর উপর। যেহেতু রাজা শুটিং করতে বাইরে যাচ্ছেন, তাই তাঁর করোনার ভয় রয়েছে। ফলে রাজা এখন মধুবনীর পাশের ঘরেই থাকেন কারণ মধুবনীর কাছে থাকে কেশব। কেশবের যাতে কোনো ক্ষতি না হয়, তাই রাজা কেশবকে আদর করলেও মুখে মাস্ক ব্যবহার করেন। মধুবনী লিখেছেন, করোনা যেন এক ছাদের নিচে তাঁদের দূরত্ব তৈরী করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডেলিভারির সময় মধুবনী হসপিটালে ভর্তি হতে গিয়েছিলেন রাজার সঙ্গে। তাঁর মনের মধ্যেই উত্তেজনা কাজ করছিল যাকে নয় মাস ধরে বহন করছেন, তাকে দেখার জন্য। হসপিটালে ভর্তি হয়ে কোভিড টেস্ট হলে মধুবনীর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তাতেও মধুবনী চিন্তিত ছিলেন। সারা রাত অপেক্ষার পর সকালে মধুবনীকে একটি ইঞ্জেকশন দিয়ে তাঁর নিম্নাঙ্গ অবশ করে সি-সেকশন ডেলিভারি করানো হয়। নার্স যখন কেশবকে প্রথম মধুবনীর কাছে দেন, তখন মধুবনী জিজ্ঞাসা করেছিলেন, এ কার সন্তান! ডাক্তার বলেন, ভদ্রলোকটি মধুবনীর ছেলে। এখনও সন্তানকে প্রথম কোলে নেওয়ার অনুভূতি ভুলতে পারেননি মধুবনী। মধুবনী জানিয়েছেন, তিনি ঈশ্বরে বিশ্বাসী। গত বছর জন্মাষ্টমীর দিন গোপালের মূর্তি এনে বাড়িতে নিষ্ঠার সঙ্গে পূজা করেছিলেন তিনি। তার দশ দিন পরে গণেশ পূজার দিন ঠাকুরকে প্রণাম করে এসে মধুবনী জানতে পেরেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। মধুবনী বিশ্বাস করেন, কেশব ঈশ্বরের দান।

10 ই এপ্রিল সকালে মধুবনীর কোল আলো করে জন্ম নিয়েছে রাজা ও মধুবনীর পুত্রসন্তান। রাজা সোশ্যাল মিডিয়ায় সুসংবাদের সঙ্গেই শেয়ার করেছেন মধুবনী ও তাঁদের পুত্রসন্তানের ছবি। তবে মধুবনীর কোলের কাছে শুয়ে থাকা পুত্রসন্তানের মুখ আড়ালেই ছিল। পুত্রসন্তানের জন্মসংবাদ শেয়ার করে রাজা ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন। নেটিজেনরাও নতুন বাবা-মাকে জানিয়েছেন অনেক শুভেচ্ছা।

এর মধ্যেই মধুবনী তাঁদের সন্তানের আরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, তাঁদের পুত্রসন্তানের নাম হল কেশব(keshav)। গর্ভবতী অবস্থায় একাধিকবার মধুবনীকে বালগোপালের মূর্তি হাতে ছবি তুলতে দেখা গেছে। এমনকি গর্ভাবস্থার শুরুর দিকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, তাঁর কোলে গোপাল রূপে আসতে। এই কারণে শ্রীকৃষ্ণের অপর একটি নাম কেশব-এর নামানুসারে রাজা ও মধুবনীর পুত্রসন্তানের নাম হল কেশব। তবে মধুবনীর শেয়ার করা ছবিতে কেশবের মুখ ঢাকা ছিল একটি ‘হার্ট’ ইমোজি দিয়ে।

পয়লা বৈশাখের প্রাক্কালে নবজাতক কেশবকে কোলে নিয়ে রাজার সঙ্গে হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন মধুবনী। তাঁর পরনে ছিল লাল রঙের ম্যাটারনিটি ড্রেস ও মুখে মাস্ক। রাজা পরেছিলেন অফ হোয়াইট টি-শার্ট ও জিনস। কেশবকে তোয়ালের ভিতর সুন্দর করে জড়িয়ে নিয়েছিলেন মধুবনী। রাজা-মধুবনীর ঘরের দেওয়ালে আঁকা ময়ুরপালকের সামনে দাঁড়িয়ে কেশবকে কোলে নিয়ে ছবি তুললেন রাজা-মধুবনী। ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করে রাজা অনুরাগীদের জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। মধুবনী, রাজা ও কেশবকেও সবাই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। রাজা-মধুবনী ও কেশবের এই ছবিটি ভাইরাল হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রেমের 11 বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গে রাজা জানিয়েছেন, স‍্যাট করে প্রেমে পড়ে যাওয়ার পর গাড়ি বদলেছে, বাড়ি বদলেছে, সরকার বদলেছে। কিন্তু তাঁদের ভালোবাসা আগের মতোই আছে। রাজা বলেছেন, লাল মারুতি গাড়িটা অনেক ছোট ছিল কিন্তু তাতে জায়গার অভাব হয়নি কখনও। বরং তাঁরা দুজনে আরো কাছাকাছি এসেছেন।

এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।

About Author