ওসব চমকে ধমকে কিছু হবে না, সভামঞ্চ থেকে মদন বার্তা শুভেন্দুর উদ্দেশ্যে

খড়দহ এদিন তার মিছিল বলে দিলো তার জনপ্রিয়তা এখনও অটুট

Advertisement

Advertisement

কিছুদিন আগে খড়দহে সভা করে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary)। এবার সেই একই সভামঞ্চে পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হয়ে তাদের প্রধান বক্তা মদন মিত্র ( Madan Mitra)। সেখান থেকেই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একেরপর এক তোপ দাগতে শুরু করেন। সভামঞ্চে থেকে এদিন মদন শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে বললেন,’চমকে ধমকে কোন লাভ নেই। আবারো বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল। আর যেদিন তৃণমূল ক্ষমতায় আসবে শুভেন্দু, তুমি বাড়িতে বসে থাকো।”

Advertisement

এদিন একেবারে চনমনে মেজাজে পাওয়া গেল মদন মিত্র কে। অনেকেই বলেছিলেন মদন মিত্রের ক্ষমতা দল অনেকটাই কেড়ে নিয়েছে। কিন্তু সেই সমস্ত তথ্য একেবারে হাওয়ায় উড়িয়ে দিলেন এদিন মদন। সভামঞ্চে ওঠার আগে তিনি একটি দীর্ঘ মিছিল করলেন। আর সেই মিছিলে আগত জনগণের সংখ্যা বলে দিলো তার জনপ্রিয়তা কিন্তু এখনও অটুট।

Advertisement

তৃণমূলের প্রশংসা করে মদন মিত্র বললেন “কেউ যদি বলে থাকে আমাকে দল বের করে দিয়েছে তাহলে ভুল বলেছে। দল আসলে যা দিয়েছে আমি ভুলতে পারবোনা।” তারপর মদন মিত্র সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বললেন, শুভেন্দু অধিকারী দুর হটো। মদন মিত্রের পর সভামঞ্চে বক্তৃতা দিতে উঠলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

Advertisement

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর বিজেপির হয়ে খড়দহে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভায় তিনি হুঙ্কার দিয়েছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তিনি পদ্ম ফোটাবেন। এদিন সেই মন্তব্যের পাল্টা সভামঞ্চ থেকে চন্দ্রিমা বললেন,” পদ্ম ফোটে পাকে। মদন এর শ্লোগানে গলা মেলালেন যারা, তারা কেউ বহিরাগত নন। তারা সকলে তৃণমূল কর্মী, এক একজন সাধারন মানুষ।”

Recent Posts