দলের অবস্থা অনেকটাই শক্ত, যোগাযোগ রয়েছে শুভেন্দুর সাথে: শুভেন্দু অধিকারীর পদত্যাগের বিষয়ে বক্তব্য মদনের

Advertisement

Advertisement

এইদিন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন শাসক দলের হেভি ওয়েট নেতা শুভেন্দু অধিকারী। তবে তার পদত্যাগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। এইদিন তিনি বলেন,” দল যথেষ্ট ভালো এবং শক্তিশালী জায়গাতেই দাঁড়িয়ে আছে। তবে বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে।” এর সাথে তিনি আরও জানিয়েছেন যে শুভেন্দুর সাথে এখনও যোগাযোগ রয়েছে তার।

Advertisement

এর আগে পরিবহণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। ২০১১ সালে যখন প্রথম বার সরকারে আসে তৃণমূল তখন পরিবহণ মন্ত্রী ছিলেন মদন মিত্র। অনেক দিন ধরে তিনি এই দায়িত্বে ছিলেন। কিন্তু পরবর্তীকালে ২০১৬ সালের বিধানসভা ভোটে তিনি হেরে গেলে দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।

Advertisement

এইদিন শুভেন্দুর পদত্যাগ নিয়ে এবং তাতে তৃণমূলের কোনও ক্ষতি হবে কিনা সে বিষয়ে মুখ খোলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন,”ওটা পরিবহণ দপ্তর। আর এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি আগে এই দপ্তরে ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তর এটি। তবে এই বিষয়ে আমি কিছুই বলতে চাইনা।”

Advertisement

তিনি এইদিন আরও বলেন,”কিছু জিনিস দেখছি আরম্ভ হয়েছে। আমাদের দলের নেতৃত্বে রয়েছেন , তারা সেই সব দিক দেখছেন। তবে যদি আমার মতামত বলতে হয়, তবে আমি বলব যে তৃণমূল রাজ্যে অনেকটাই শক্তিশালী অবস্থায় রয়েছে। দলনেত্রীর নেতৃত্বে দলের পরিস্থিতি অনেকটাই ভালো।” শুভেন্দুর বিষয়ে বলতে গিয়ে এইদিন মদন জানান, উনি কেন পদত্যাগ করেছেন সেই বিষয়ে আমি কিছুই বলতে পারব না। আর উনি পড়ে কি করবেন, তা ও বা আমি কি করে বলব? তবে আমি আগে তার কাছে ছিলাম। আমার এখনও যোগাযোগ রয়েছে শুভেন্দুর সাথে। আর রাজনীতিতে চিরস্থায়ী বলে কোনও শব্দ হয়না। তবে আমি একটা কথা বলব, বিজেপির বিরুদ্ধে লড়তে হলে সবাইকে এক হতে হবে।

বৃহস্পতিবার হুগলী রিভার ব্রিজ কমিশন এর চেয়ারম্যান পদ ছাড়েন নেতা শুভেন্দু অধিকারী। তার পর তিনি তিনটি দপ্তরের দায়িত্বে ছিলেন। এইদিন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এর সাথে অবসান ঘটে রাজনৈতিক মহলের জল্পনার। তবে এখনও ধোঁয়াশা রয়েছে তার দল পরিবর্তনকে ঘিরে।