আবারো অসুস্থ কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। এবারে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা গিয়েছে এবং সেই নিয়ে তিনি বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানকার উডবার্ন বিভাগে চিকিৎসকের পরামর্শে তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন।
মাস কয়েক আগে একটা দীর্ঘ বিরতি কাটিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মদন। তারপর থেকে কামারহাটি প্রার্থীপদ দেওয়া হয়। সারদার সংক্রান্ত বিভিন্ন নথিসহ সল্টলেকের সিজিও কম্প্লেক্সে বেশ কয়েকবার হাজিরা দিতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, মদন মিত্রের পাশাপাশি তাঁর পুত্র স্বরূপ মিত্র আইকোর মামলায় হাজিরা দেওয়ার ডাক পেয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপঞ্চম দফার ভোট চলাকালীন একবার অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। সেই সময় তার শ্বাসকষ্ট অনুভব হলে তাকে রথতলায় দলের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন দিয়ে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সেদিনকার পর আবার আজকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হলেন মদন মিত্র।