Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2023: চিন্নস্বামীতে মুখে আঙ্গুল দিয়ে RCB-কে চুপ করিয়েছিলেন গম্ভীর, লখনউয়ে এসে জবাব দিলেন কোহলি

আইপিএলের ১৬ তম আসরে গতকাল লখনউয়ের মাটিতে রাহুলদের বিপক্ষে খেলতে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে ম্যাচের পরিসমাপ্তি দেখে হতভাগ ক্রিকেট প্রেমীরা। দুই দলের মধ্যে একাধিকবার চোখ রাঙানি থেকে শুরু করে…

Avatar

আইপিএলের ১৬ তম আসরে গতকাল লখনউয়ের মাটিতে রাহুলদের বিপক্ষে খেলতে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে ম্যাচের পরিসমাপ্তি দেখে হতভাগ ক্রিকেট প্রেমীরা। দুই দলের মধ্যে একাধিকবার চোখ রাঙানি থেকে শুরু করে প্রায় হাতাহাতি, সবই দেখা গেছে গত কালকের ম্যাচে। এমনকি ম্যাচ শেষে বিরোধী দলের সাথে ভাব বিনিময়ের সময় ঝামেলায় জড়িয়ে পড়েন ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি সেই নাটকে যোগ দিতে দেখা যায় লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকেও।

আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে লখনউয়ের বোলারদের অবিশ্বাস্য বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় বিরাট কোহলিরা। দলের হয়ে সর্বোচ্চ ডুপ্লেসিস ৪৪ রানের ইনিংস খেলেন। পাশাপাশি বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে মাত্র ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনউয়ে ব্যাটিং অর্ডার। দলের হয়ে সর্বোচ্চ কৃষ্ণাপ্পা গৌতম খেলেন ২৩ রানের ইনিংস। ব্যাঙ্গালোরের বিধ্বংসী বোলিংয়ের সামনে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়েন্টস। ফলে ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
IPL 2023: চিন্নস্বামীতে মুখে আঙ্গুল দিয়ে RCB-কে চুপ করিয়েছিলেন গম্ভীর, লখনউয়ে এসে জবাব দিলেন কোহলি

তবে গতকাল ম্যাচে উত্তেজনা ছড়ায় বিরাট কোহলির অঙ্গভঙ্গির কারণে। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্রুণালের ক্যাচ ধরেন বিরাট। সেই ক্যাচ ধরার পরই গ্যালারির দিকে মুখে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। আসলে চিন্নস্বামীতে বিরাটদের হারিয়ে একই রকম অঙ্গভঙ্গি করেছিলেন গৌতম গম্ভীর। ফলে বিরাটের এই ইশারা বুঝতে কোনরকম সমস্যা হয়নি লখনউ শিবিরের। ফলে পুরো ম্যাচ জুড়ে চলে চরম উত্তেজনা। এদিকে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মুখে আঙুল দেওয়া সেই ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

About Author