Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LPG Cylinder: আজ থেকে সস্তায় এলপিজি সিলিন্ডার, বড় স্বস্তিতে সাধারণ মানুষ

Updated :  Tuesday, April 2, 2024 7:29 PM

বহুদিন পর আবার স্বস্তির খবর পেলেন সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনের আগে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। টানা তিন মাস গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার পরে এবারে এপ্রিল মাস থেকে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক এপ্রিল ২০২৪ এ গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে এই দাম কমানো হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে মার্চ মাসে সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ২৫.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ টাকা এবং জানুয়ারিতে ১.৫০ টাকা বৃদ্ধি হয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। তবে এখনো পর্যন্ত দেশীয় গার্হস্থ এলপিজি সিলিন্ডারে এখনও পর্যন্ত কোন দামের পরিবর্তন করা হয়নি। গার্হস্থ্য সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

গ্যাস সিলিন্ডার কোথায় সস্তা হল?

>> দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৩০.৫০ টাকা কমেছে।

>>কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ৩২ টাকা কমেছে।

>> মুম্বাইতে গ্যাস সিলিন্ডারের দাম ৩১.৫০ টাকা কমেছে।

>> চেন্নাইতে সিলিন্ডারের দাম ৩০.৫০ টাকা কমেছে।

গ্যাস সিলিন্ডারের দাম এখন কোথায়?

IOCL-এর মতে, দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে ১৭৬৪.৫০ টাকা হয়েছে। একই সময়ে, আগে এই সিলিন্ডার পাওয়া যেত ১৭৯৫ টাকায়। এছাড়াও, কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ভর্তুকি বাদ দিয়ে এখন ১৮৭৯ টাকা হয়েছে। একই সময়ে, আগে এই সিলিন্ডারটি ১৯১১ টাকায় পাওয়া যেত। এখন এই সিলিন্ডারের দাম হয়েছে ১৭১৭.৫০ টাকা মুম্বাইয়ে, আগে এর দাম ছিল ১৭৪৯ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন চেন্নাইতে ১৯৩০ টাকায় পাওয়া যাবে। যদিও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার এখন আগের মত দামেই পাওয়া যাচ্ছে।