রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাজারে ওঠানামা করতে থাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। এই উচ্চ পরিসরের কারণে এলপিজি সিলিন্ডার সাধারণ মানুষের জন্য বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে আজ সুখবর এসেছে তাদের জন্য। সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
বিভিন্ন শহরে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। দেশের রাজধানী দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩০.৫০ টাকা কমেছে। অন্যদিকে কলকাতায় ৩২ টাকা কমেছে। স্বপ্ননগরী মুম্বাইতে ৩১.৫০ টাকা এবং চেন্নাইতেও ৩১.৫০ টাকা কমেছে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আপনাদের জানিয়ে রাখি, IOCL-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন ১৭৬৪.৫০ টাকায় পাওয়া যাবে। মুম্বাইতে এই সিলিন্ডারের দাম ১৭১৭.৫০ টাকা এবং কলকাতায় ১৭৯৭ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোন পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বানিজ্যিক গ্যাস সিলিন্ডার এর দাম কমায় ব্যাপক খুশি হয়ে গেছেন ব্যবসায়ীরা। এরপর গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম কবে কমবে সেই আশায় বুক বেঁধেছেন গোটা দেশবাসী।