Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Longest Train of India: ৪ দিনে ভ্রমণ করে ৪২০০ কিমি, ভারতের দীর্ঘতম দূরত্বের এই ট্রেন কভার করে ৯ টি রাজ্য

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার…

Avatar

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে আপনি কি জানেন এই ভারতেই চলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি লং রুটের এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ, এটাই সত্যি। ভারতের দীর্ঘতম দূরত্বের এই ট্রেনটির নাম বিবেক এক্সপ্রেস। এটি আসামের ডিব্রুগড় থেকে শুরু হয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত যায়। এই সময়ে ট্রেনটি ৯ টি রাজ্যের ওপর দিয়ে যায় এবং যাত্রাপথে মোট ৪২৭৩ কিলোমিটার ভ্রমণ করে।

বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী এবং তৎকালীন ইউপিএ রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের ১৯ নভেম্বর তারিখে এই ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস চালু করেছিলেন। এই ট্রেনটি তার ৪২৭৩ কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে ৮২ ঘন্টা ৩০ মিনিটে। এই ট্রেনটির যাত্রাপথে রয়েছে মোট ৫৭ টি স্টেশন। ট্রেনটির গড় গতিবেগ থাকে ৫২ কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি অন্ধ্রপ্রদেশের রিটেল রোড জেএন বিশাখাপত্তনমে (খুর্দা রোড জেএন, বিশাখাপত্তনম) সর্বাধিক সময়ের জন্য থামে। সেই সময়ে ট্রেনটি প্রায় ২০ মিনিটের বিরতি নেয়। 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে এই ট্রেন সপ্তাহে মাত্র একবার চলে। এই ট্রেনটি ডিব্রুগড় থেকে রাত ১০:৪৫ এ যাত্রা শুরু করে এবং যাত্রার চতুর্থ দিনে সকাল ৯:৫০ টায় কন্যাকুমারী পৌঁছায়। সেই সময় ট্রেনের নম্বর ১৫৯০৬। বিনিময়ে, এই ট্রেনটি কন্যাকুমারী থেকে পরের রাতে ১১ টায় ছেড়ে যায় এবং ৪ দিন পর ডিব্রুগড়ে পৌঁছায়। তখন এই ট্রেনটি ১৫৯০৫ নম্বর দিয়ে যাতায়াত করে। এই ট্রেনের যাত্রাপথে রয়েছে ডিব্রুগড়, তিনসুকিয়া, গুয়াহাটি, শিলিগুড়ি, কিষাণগঞ্জ, মালদা, আসানসোল, খড়গপুর, বালাসোর, কটক, ভুবনেশ্বর, শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া, নেলোর, ভেলোর, সালেম, ইরোড, পালিমসুর, কোরবেল, কোরবালা, কোট্টায়মের মত গুরুত্বপূর্ণ শহর।

About Author