Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের জেরে কলকাতায় ফের ব্রিটিশ এয়ারওয়েজ

১১ বছর পর ফের কলকাতার আকাশ ছোঁবে ব্রিটিশ এয়ারওয়েজ। করোনার প্রকোপে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করতেই আসছে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ বিমান। আগামী ১৯শে এপ্রিল কলকাতায় এসে…

Avatar

১১ বছর পর ফের কলকাতার আকাশ ছোঁবে ব্রিটিশ এয়ারওয়েজ। করোনার প্রকোপে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করতেই আসছে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ বিমান। আগামী ১৯শে এপ্রিল কলকাতায় এসে পৌঁছনোর কথা রয়েছে তাদের।

ব্রিটিশ দুতাবাস সূত্রে জানা গেছে করোনার জেরে ভারতে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক আটকে রয়েছেন। এবার তাদের উদ্ধার করতে ১২টি বিশেষ উড়ান চালাবে ব্রিটিশ এয়ারওয়েজ। ভারতে আটকে পড়া প্রায় ৩ হাজার জনকে তারা ফিরিয়ে নিয়ে যাবে দেশে। এই জন্য শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বুকিং। ইন্ডিয়া ট্রাভেল অ্যাডভাইস পেজটি থেকে এই বিমানের জন্য বুকিং করা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিষয়ে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো জানিয়েছেন, “আমরা আশ্বস্ত যে ব্রিটিশ এয়ারওয়েজটি কলকাতা থেকে লন্ডন ভায়া দিল্লী বিশেষ বিমান চালাবে ১৯শে এপ্রিল, রবিবার। আমরা আশা করছি আমাদের দেশের সবাই নিজের নিজের বাড়ি নিশ্চিন্তে পৌঁছে যাবে।”

ইতিমধ্যেই ৫ই এপ্রিল থেকে তারা গোয়া, মুম্বই ও দিল্লী বিমানবন্দর থেকে উড়ান চালিয়েছে। তবে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জায়গা থেকে উড়বে এই ব্রিটিশ এয়ারওয়েজ। সেগুলি হল-

অমৃতসর- ১৩,১৭ ও ১৯ তারিখ।
আহমেদাবাদ- ১৩ ও ১৫ তারিখ।
গোয়া- ১৪ ও ১৬ তারিখ।
গোয়া থেকে ভায়া মুম্বই- ১৮ তারিখ। তিরুবনন্তপুরম থেকে ভায়া কোচি- ১৫ তারিখ। হায়দ্রাবাদ থেকে ভায়া আহমেদাবাদ- ১৭ তারিখ। চেন্নাই থেকে ভায়া বেঙ্গালুরু- ২০ তারিখ।

তবে ভারত ছাড়াও নেপাল, ঘানা, ফিলিপিন্স, ইকুয়েডর, বলিভিয়া, তিউনিসিয়া, পেরুর মতো দেশগুলি থেকেও আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

About Author