প্রেসিডেন্ট পদ নিয়ে চরম অশান্তির জেরে ওয়াশিংটন ডিসিতে লকডাউন, পুলিশের গুলিতে মৃত ১

Advertisement

Advertisement

ওয়াশিংটন ডিসি: আমেরিকার (America) প্রেসিডেন্ট নির্বাচন (President Election) করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হারিয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন জো বাইডেন (Joe Biden)। তারপর এক-দু মাস কেটে যাওয়ার পরেও নিজের হার এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না ট্রাম্প। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের (White House) মসনদে আসীন হওয়ার কথা বাইডেনের। কিন্তু তার আগে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ওয়াশিংটন ডিসি (Washington DC)। প্রেসিডেন্ট হিসেবে কে বসবেন, এই নিয়ে অশান্তির জেরে নজিরবিহীনভাবে ওয়াশিংটনে লকডাউন (Lockdown) ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ট্রাম্প সমর্থকরা ইউএস ক্যাপিটাল বিল্ডিং (US Capital Building) ঘিরে ফেলেছে। চলে গোলাগুলি। আর এই ঘটনায় এখন পর্যন্ত গুলির আঘাতে মৃত্যু হয়েছে একজনের।

Advertisement

হোয়াইট হাউসে বাইডেনের বসার আগে পথ পরিষ্কার করার জন্য ইউএস ক্যাপিটাল বিল্ডিংয়ে মার্কিন কংগ্রেসের জয়েন্ট সেশনে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা চলছিল। সেখানেই হঠাৎ ট্রাম্প সমর্থকরা ‘উই ওয়ান্ট ট্রাম্প’ স্লোগান দিতে দিতে ক্যাপিটাল বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে। ফলে দাঙ্গা বাঁধে পুলিশ ও ট্রাম্প সমর্থকদের মধ্যে। শুরু হয় গোলাগুলি। পুলিশের গুলিতে মারা যায় একজন ট্রাম্প সমর্থক। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। এ ঘটনায় অশান্তির জেরে বন্ধ করে দেওয়া হয় কলেজ ইলেক্টোরাল ভোট গণনা। এমনকি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে বিল্ডিং থেকে বের করে দেওয়া হয়।

Advertisement

তবে একদিকে যখন ইউএস ক্যাপিটাল বিল্ডিংয়ে ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিল, ঠিক তখন টুইট করে সকলকে শান্তি বজায় রাখার বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টুইট করে বলেছেন, ‘ক্যাপিটাল বিল্ডিংয়ের ওপর এই হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা প্রত্যেকে শাস্তি পাবে।’ এভাবেই হুঙ্কার দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তবে শেষ মুহূর্তে অশান্তি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ভোট গণনা শুরু হয় এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়লাভে সিলমোহর দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প পুরো বিষয়টা কী লভাবে নেবেন, এখন সেটাই দেখার।

Advertisement