বাংলাদেশ : করোনা সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। বিশ্বে প্রায় ৩৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে এখনও পর্যন্ত ৫০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন। বাংলাদেশ সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন।
গত ২৬ মার্চ ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ৪ এপ্রিল লকডাউন শেষ হবার কথা, কিন্তু মঙ্গলবার সেটা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে লকডাউন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে কিন্তু অফিস ও কলকারখানায় অল্প মাত্রায় কাজ হবে। তিনি তাঁর সরকারি বাসভবনে সিনিয়র সরকারি পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপিটিআই সূত্রের খবর অনুযায়ী স্বাস্থ্য পরিষেবার এক ডিরেক্টর বলেছেন যে লকডাউন ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৯ এপ্রিল করলে ১৪ দিনের বিষয়টি পূর্ণ হবে। তবে শেখ হাসিনা আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে যাতে কোনও সামাজিক অনুষ্ঠান না করা হয়, সেটার নির্দেশ ও দিয়েছেন। তিনি এই প্রথা বন্ধ রাখা যে কষ্টকর সেটাও উল্লেখ করেছেন। এর পাশাপাশি জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকেও সতর্ক করেছেন। আর নববর্ষে ডিজিটাল মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানাতে বলেছেন।