আগামী বুধবার থেকে করোনাভাইরাস বিধিনিষেধের উপরে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে বটে কিন্তু ১৬ জুন থেকে গণপরিবহনের উপর কোন রকম ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন ১ জুলাই পর্যন্ত সমস্ত কর্মসূচি।
তিনি জানিয়েছেন মঙ্গলবার রাজ্যে চালু থাকা করোনা বিধিনিষেধের সময়সীমা শেষ হচ্ছে এবং তার আগে বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সবকিছু খতিয়ে দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের লোকাল ট্রেন, বাস এবং অন্যান্য যানবাহন আগের মতনই বন্ধ থাকবে। যে সমস্ত কর্মীরা অফিসে যাবেন তাদের ব্যক্তিগত পরিবহনের ব্যবস্থা করতে হবে অথবা তাদের পরিবহনের ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট কোম্পানিকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিশেষ ট্রেন চালানো হবে। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা এখন চালু করা হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য সচিব। লোকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই কলকাতায় আসতে পারছেন না যার ফলে রুজি রোজগারে সমস্যা হচ্ছে অনেকের। কিন্তু এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি সম্পূর্ণরূপে বাগে আসেনি, তাই এখনই লোকাল ট্রেন চালু করার বিষয়টি নিয়ে কোনো কিছু মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা করা যাচ্ছে গ্রামের মানুষের আর্থিক পরিস্থিতি একই অবস্থা থাকতে চলেছে আগামী আরো ১৫ দিন।